PM Narendra Modi: পরপর দুর্ঘটনা মহাকুম্ভে, তারই মধ্যে দিল্লি নির্বাচনের দিন সঙ্গমস্নানে যাচ্ছেন মোদি
PM Narendra Modi : প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা চিন্তা করেই সংক্ষিপ্ত করা হয়েছে সফরকাল। নতুন সূচি অনুসারে, মোদি মাত্র এক ঘন্টাই মহাকুম্ভে থাকবেন।

প্রয়াগরাজ: প্রথমে মহাকুম্ভে তাঁবুতে আগুন, তারপর মৌনি অমাবস্যার মহাবিপর্যয়। আর বসন্ত পঞ্চমীতে বেলুন বিস্ফোরণ। একের পর এক দুর্ঘটনায় জর্জরিত প্রয়াগরাজ। তবুও পুণ্যার্থীর সংখ্যায় কোনও ঘাটতি নেই। দলে দলে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন পৌঁছচ্ছেন কুম্ভ। মহাকুম্ভে পরপর দুর্ঘটনায় অভিযোগের আঙুল উঠছে যোগী সরকারের উপর । এই আবহেই মঙ্গলবার কুম্ভে যাচ্ছেন যোগী আদিত্যনাথ। আর তার ঠিক পরদিনই বুধবার দিল্লির বিধানসভা নির্বাচনের আগে বুধবার মহাকুম্ভে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সঙ্গমে পুণ্যস্নান করবেন তিনি। মহাকুম্ভে পরপর বিপর্যয়ের মধ্যেই মোদির কুম্ভ স্নানের পরিকল্পনা ঘিরে প্রচণ্ড আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
প্রধানমন্ত্রী মোদি ৫ ফেব্রুয়ারি মহাকুম্ভে পৌঁছচ্ছেন। মহাকুম্ভ উপলক্ষ্যে প্রয়াগরাজে এখন কোটি কোটি মানুষের সমাগম। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা চিন্তা করেই সংক্ষিপ্ত করা হয়েছে সফরকাল। নতুন সূচি অনুসারে, মোদি মাত্র এক ঘন্টাই মহাকুম্ভে থাকবেন। পূর্বনির্ধারিত কর্মসূচিতে বদল আনা হয়েছে বেশ খানিকটা । তবে শেষ মুহূর্তে প্রাধনমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবে আর কিছু বদল হতে পারে কিনা, তা জানা যায়নি।
সফরসূচি অনুসারে, প্রধানমন্ত্রী মোদি সকাল ১০:৩০ নাগাদ মহাকুম্ভে পৌঁছাবেন। সেখান থেকে তিনি আরাইল ঘাটে যাবেন । তারপর গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর পবিত্র সঙ্গমস্থলে নৌকা ভ্রমণ করবেন। সফরকালে সাধু-সন্তদের সঙ্গে কথা বলবেন।
হিন্দুশাস্ত্রমতে ৫ ফেব্রুয়ারি দিনটির বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য আছে। মাঘ অষ্টমী তিথিকে ভীষ্ম অষ্টমীও বলা হয়। এদিকে আবার ৫ ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন। আর এই দিনটিকেই বেছে নিয়েছেন মোদি পুণ্যস্নানের জন্য।
ফের দুর্ঘটনা মহাকুম্ভে
অগ্নিকাণ্ড, পদপিষ্টকাণ্ডের পর বসন্ত পঞ্চমী তিথিতে ফের দুর্ঘটনা ঘটেছে মহাকুম্ভে। প্রয়াগরাজে হট এয়ার বেলুন ফেটে আগুনে ঝলসে যান ৬ জন পুণ্যার্থী। সোমবার বসন্ত পঞ্চমী স্নানে যখন লক্ষ লক্ষ ভক্ত সমাগত, তখনই প্রয়াগরাজের সেক্টর ২০-তে আখাড়া মার্গের কাছে দুর্ঘটনাটি ঘটে। মাটি থেকে কিছু ওপরে উঠেই হিলিয়াম গ্যাস ভর্তি একটি হট এয়ার বেলুন ফেটে যায়। সেই বেলুনের বাস্কেট থেকে মাটিতে আছড়ে পড়েন ৬ পুণ্যার্থী। মারাত্মকভাবে ঝলসে যায় প্রত্যেকের শরীর। আহতরা এসেছেন, হৃষিকেশ, , প্রয়াগরাজ, হরিদ্বার, মধ্যপ্রদেশের ইন্দৌর ও খারগোন এলাকা থেকে।
আরও পড়ুন :
তৃণমূল কর্মীর মা-ভাইকেই ছুরির কোপ 'তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠের'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
