Maha Kumbh: VVIP-দের জন্য দামি তাঁবু, নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান! মৃত্যুর মুখে পড়তে হচ্ছে সাধারণদের?
Kumbh Mela 2025: সাধারণ মানুষের দিকে নজর কোথায়? তাদেরই কেন কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে প্রাণ দিতে হয়?

নয়া দিল্লি: VVIP-রা বিমানে-চার্টার্ড ফ্লাইটে যাচ্ছেন, দামি তাঁবুতে থাকছেন, নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন। কিন্তু সাধারণ মানুষের দিকে নজর কোথায়? তাদেরই কেন কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে প্রাণ দিতে হয়, তাঁদেরই কেন ট্রেনে চাপতে গিয়ে মৃত্যুর মুখে পড়তে হচ্ছে? গতকালের ঘটনার পর ফের জোরালো হয়ে উঠল এই প্রশ্নটাই।
এক মাস ব্যাপী মহাকুম্ভ নিয়ে ভক্তি-আবেগের বিস্ফোরণের মধ্যেই, একের পর এক উঠে আসা এই ছবিগুলো বারবার মনে করিয়ে দিচ্ছে, সাধারণ-গরিব-মধ্য়বিত্ত মানুষের জীবন বোধহয় সস্তা। ভিআইপি-ভিভিআইপিরা বিমানে-চার্টার্ড ফ্লাইটে আসছেন, দামী তাঁবুতে থাকছেন, নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে স্নান করছেন, সোশাল মিডিয়ায় ভক্তি-ভাবের ছবি দিচ্ছেন, 'ব্যাগ ভর্তি পুণ্য নিয়ে চলে যাচ্ছেন'।
উল্টোদিকে ২৯ জানুয়ারি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হল যে ৩০ জনের তারা সকলেই সাধারণ মানুষ। সারা বছর অপেক্ষা করে, তিলে তিলে পয়সা জমিয়ে, কুম্ভে গিয়ে একটু পুণ্য অর্জনের জন্য আশায়। দেশের রাজধানীর বুকে প্ল্যাটফর্মে শেষ হয়ে গেলেন যে ১৮ জন। তারাও সেই খেটে খাওয়া আম আদমি। সমাজের প্রান্তিক মানুষ।
আরও পড়ুন, 'পেরেক গেঁথে গিয়েছিল মাথায়', ৭ বছরের মেয়ের মৃত্যুতে বাবার হাহাকার, 'ওকে ফিরিয়ে দিন'...
এক ট্রেনযাত্রীর কথায়, 'খুব ভিড় ছিল। সরকার খুব দেরি করেছে। সাধারণ মানুষের ওপর কোনও নজরই দেয়নি। এখনে কোনও ব্যবস্থাই ছিল না।' এখন প্রশ্ন উঠছে মহাকুম্ভের বহু আগে থেকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, পুলিশ-প্রশাসন-আমলা-শীর্ষ কর্তারা সকলেই জানতেন যে কোটি কোটি মানুষ স্নান করবেন। প্ল্যাটফর্মে উপচে পড়া থিকথিকে ভিড় হবে। কিন্তু এরপর প্রথমে প্রয়াগরাজে মহাকুম্ভে ৩০ জনের মৃত্যু, তারপর সেই মহাকুম্ভে যাওয়ার পথে নয়াদিল্লি স্টেশনে ১৮ জনের মৃত্যু।
মানুষ চলে যাচ্ছে, পড়ে থাকছে শুধুই শেষ চিহ্ন। জীবনের মতোই সস্তা ছেঁড়া চটি, ব্যাগ-রুমাল। ওয়েবসাইটে ঢালাও আশ্বাস-আয়োজন ব্যবস্থা খতিয়ে দেখতে বারবার পরিদর্শন। কিন্তু যা রইল না, পুণ্যার্থীদের নির্বিঘ্নে পুণ্য অর্জনের ব্যবস্থা করা। তা কি করা হয়েছিল? নইলে বারবার আগুন, পদপিষ্ট হয়ে প্রাণহানি, রাজধানীর বুকে স্টেশনে বিশৃঙ্খলায় মৃত্যুমিছিল কেন হবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
