Maha Kumbh 2025: আমেরিকা-রাশিয়ার জনসংখ্যার চেয়েও বেশি জমায়েতের সম্ভাবনা, মহাকুম্ভে উত্তরপ্রদেশের আয়ের সম্ভাবনা জানলে চমকে উঠবেন !
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ২০১৯ সালে প্রয়াগরাজের অর্ধ কুম্ভ মেলা রাজ্যে অর্থনীতিতে ১.২ লক্ষ কোটি টাকা রোজগার করিয়েছিল।

প্রয়াগ : প্রয়াগরাজে শুরু হল মহা কুম্ভের মেলা। আজ পৌষ পূর্ণিমায় প্রথমদিন পুণ্যস্নান করলেন পুণ্যার্থীরা। সকাল থেকে স্নান করেছেন প্রায় ৬০ লক্ষ মানুষ। বিশ্বের বৃহত্তম সমাবেশ হিসেবে পরিচিত, বহু পুরনো কুম্ভ মেলা প্রয়াগরাজে ৪০ কোটিরও বেশি পুণ্যার্থীকে নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সামগ্রিক জনসংখ্যার চেয়েও বেশি।
১২ বছর পর এই অনুষ্ঠান হচ্ছে। ৪ হাজার হেক্টর জায়গার উপর এর আয়োজন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে। আশা করা হচ্ছে, এই মেলা থেকে দেশের সবথেকে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের আর্থিক পরিস্থিতি দারুণ একটা জায়গায় পৌঁছে যাবে। ৪৫ দিনের মেগা ইভেন্টের জন্য ৭ হাজার কোটি টাকা বিনিয়োগও করা হয়েছে।
আশা করা হচ্ছে, মহা কুম্ভের হাত ধরে ২ লক্ষ কোটি টাকা আর্থিক বৃদ্ধি হতে পারে উত্তরপ্রদেশে। পরিসংখ্যান অনুযায়ী, এই মেলায় ৪০ কোটি মানুষের জমায়েত হতে পারে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকে যদি গড়ে ৫ হাজার টাকা করেও খরচ করেন, তাহলে সামগ্রিক আয় গিয়ে পৌঁছবে ২ লক্ষ কোটি টাকায়।
সংবাদ সংস্থা IANS শিল্প ক্ষেত্র ধরে সম্ভাব্য আয়ের বিবরণ দিয়েছে। সেই অনুযায়ী, জনপ্রতি খরচের পরিমাণ ১০ হাজার টাকায়ও পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে সামগ্রিক আর্থিক রোজগার গিয়ে পৌঁছতে পারে ৪ লক্ষ কোটি টাকাতেও। এটি নামমাত্র এবং প্রকৃত জিডিপি উভয়েই ১ শতাংশের বেশি বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ২০১৯ সালে প্রয়াগরাজের অর্ধ কুম্ভ মেলা রাজ্যে অর্থনীতিতে ১.২ লক্ষ কোটি টাকা রোজগার করিয়েছিল। সেবার ২৪ কোটি পুণ্যার্থী জমায়েত করেছিলেন। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, এ বছর ৪০ কোটি ভক্ত আসতে পারেন বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্র মহা কুম্ভ আর্থিক বৃদ্ধিতে ২ লক্ষ কোটি টাকা আনতে চলেছে।
जहां संस्कृतियों का संगम भी है, श्रद्धा और समरसता का समागम भी है।
— Yogi Adityanath (@myogiadityanath) January 13, 2025
'अनेकता में एकता' का संदेश देता महाकुम्भ-2025, प्रयागराज मानवता के कल्याण के साथ ही सनातन से साक्षात्कार करा रहा है।#एकता_का_महाकुम्भ pic.twitter.com/kZt5xtBItW
আরও পড়ুন ; আজ থেকে শুরু, মহাকুম্ভকে ঘিরে মায়ানগরীতে পরিণত প্রয়াগ; 'পুণ্য-ধনের' খোঁজে কাতারে কাতারে মানুষ গঙ্গাসাগরেও
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
