Maharashtra FDA E-commerce Notice: অনলাইনে বেআইনিভাবে গর্ভপাতের ওষুধ বিক্রি, ফ্লিপকার্ট-অ্যামাজনকে নোটিস
সম্প্রতি মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির কাছে অ্যামাজন-ফ্লিপকার্টের বিরুদ্ধে অভিযোগ জানান পুণের এক ওষুধ ডিলার। তাঁর অভিযোগ, বেআইনিভাবে অনলাইন মার্কেটে গর্ভপাতের কিট বিক্রি করা হচ্ছে।
![Maharashtra FDA E-commerce Notice: অনলাইনে বেআইনিভাবে গর্ভপাতের ওষুধ বিক্রি, ফ্লিপকার্ট-অ্যামাজনকে নোটিস Maharashtra FDA Sends Notice To Amazon And Flipkart Over Alleged Unauthorised Selling Of Abortion Medicines Maharashtra FDA E-commerce Notice: অনলাইনে বেআইনিভাবে গর্ভপাতের ওষুধ বিক্রি, ফ্লিপকার্ট-অ্যামাজনকে নোটিস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/30/9559726ad541366a70114a7dec9b1e34_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: অনলাইনে বেআইনিভাবে গর্ভপাতের ওষুধ বিক্রির অভিযোগ উঠল ই-কমার্স সাইট ফ্লিপকার্ট-অ্যামাজনের বিরুদ্ধে। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই অ্যাবরশন কিট বিক্রি করায় নোটিস পাঠানো হয়েছে তাদের। এই নোটিস পাঠিয়েছে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি।
অ্যামাজন-ফ্লিপকার্টকে এফডিএ-র নোটিস
সম্প্রতি মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির কাছে অ্যামাজন-ফ্লিপকার্টের বিরুদ্ধে অভিযোগ জানান পুণের এক ওষুধ ডিলার। তাঁর অভিযোগ, বেআইনিভাবে অনলাইন মার্কেটে গর্ভপাতের কিট বিক্রি করা হচ্ছে। কোনও ধরনের বিধিনিষেধ ছাড়াই চলছে এই কর্মকাণ্ড। ওষুধ ব্যবসায়ীর এই অভিযোগ শুনেই নড়েচড়ে বসে এফডিএ। অভিযোগ খতিয়ে দেখতে ৩৪টি অনলাইন ওয়েবসাইট ভিজিট করেন আধিকারিকরা। নিজেকে রোগী বলে গর্ভপাতের ওষুধ অর্ডার করেন এফডিএ আধিকারিকরা। দেখা যায়, কোনও ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই এই ওষুধের অর্ডার নিয়ে নিচ্ছে বেশকিছু সাইট।
বেআইনিভাবে গর্ভপাতের ওষুধ বিক্রি
প্রথমে ক্রেতা সেজে অ্যামাজনে গর্ভপাতের দুটো কিট অর্ডার দেন এফডিএ-র আধিকারিকরা। প্রথম কেসে উত্তরপ্রদেশ থেকে কিট ডেলিভারি হয়ে যায়। পরবর্তী কেসের ক্ষেত্রে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ওড়িশা থেকে আসে কিট। একই ঘটনা ঘটে ফ্লিপকার্টের ক্ষেত্রেও। সেখানেও প্রেসক্রিপশন ছাড়াই অর্ডার ডেলিভারি করে দেন সাপ্লায়ার। এই ঘটনার পরই দু'টি কোম্পানিকে নোটিস পাঠায় 'ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি'। তবে এই ঘটনার আগেও মহারাষ্ট্রে বেআইনি গর্ভপাতের ওষুধ বিক্রির ঘটনা ঘটেছে। সেই ক্ষেত্রে মুম্বই, নাগপুর, পুণেতে ব্যবস্থা নিয়েছে এফডিএ।
তবে এই প্রথমবার নয়। অতীতেও ই-কমার্সে জিনিস বিক্রি নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়। হিন্দু দেবদেবীর ছবি টয়লেট আইটেমে ছাপা নিয়ে বিদেশে বিতর্কে জড়িয়েছিল ই-কমার্স সাইটগুলি। এমনকী অ্যামাজনের অ্যাপে মরাঠি না থাকায় মহারাষ্ট্র নবনির্বাণ সেনার সঙ্গে বিবাদ বাঁধে কোম্পানির। গত বছর আদালত পর্যন্ত গড়ায় এই বিবাদ। অভিযোগ, এমএনএস কর্মী-সমর্থকরা অ্যামাজনের পুণে ও মুম্বইয়ের দফতর ও গোডাউনে হামলা চালান। তাঁরা দাবি করেন, অ্যামাজনের অ্যাপে অবশ্যই মরাঠি ভাষা রাখতে হবে। অন্যথায় ই-কমার্স সাইটের বিরুদ্ধে ব্যবস্থা
নেবেন তাঁরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)