Anil Deshmukh: সচিন, লতাদের ট্যুইট নিয়ে মন্তব্যের ভুল ব্যাখ্যা, দাবি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ''আমরা লতা দিদিকে সম্মান করি। ওঁ আমাদের কাছে ভগবানের মতো। সচিন তেন্ডুলকরকে দেশবাসী ভালবাসেন। তাঁদের বিরুদ্ধে কোনও তদন্তের প্রশ্নই ওঠে না। আমি শুধু বিজেপি আইটি সেলের বিরুদ্ধে তদন্তের কথা বলেছি। ওরা কোথা থেকে স্ক্রিপ্ট নিয়েছে বা তৈরি করেছে তার তদন্তের কথা বলেছি।''
মুম্বই: বিতর্কের আবহে নিজের বক্তব্য নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। সচিন তেন্ডুলকর বা লতা মঙ্গেশকরের ট্যুইট পরীক্ষা করা উচিত, এই মন্তব্য আমি করিনি। ঐক্যবদ্ধ ভারত নিয়ে তারকাদের ট্যুইট বিতর্কের আবহে এই দাবি করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তাঁর দাবি আমি বলেছিলাম, তারকারা যে ট্যুইট করেছেন তাতে বিজেপি আইটি সেলের ভূমিকা খতিয়ে দেখতে হবে। শুধু তাই নয়, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও মন্তব্য করেছেন অনিল দেশমুখ।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, "আমরা লতা দিদিকে সম্মান করি। ওঁ আমাদের কাছে ভগবানের মতো। সচিন তেন্ডুলকরকে দেশবাসী ভালবাসেন। তাঁদের বিরুদ্ধে কোনও তদন্তের প্রশ্নই ওঠে না। আমি শুধু বিজেপি আইটি সেলের বিরুদ্ধে তদন্তের কথা বলেছি। ওরা কোথা থেকে স্ক্রিপ্ট নিয়েছে বা তৈরি করেছে তার তদন্তের কথা বলেছি।''
দেশমুখের বক্তব্য, মহারাষ্ট্র পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে তারকাদের ট্যুইটের পিছনে হাত আছে বিজেপি আইটি সেলের প্রধান সহ বাকি ১২ জনের।
কৃষক আন্দোলনকে সমর্থন করে রিহানা, গ্রেটা থুনবার্গ ট্যুইট করেন। পাল্টা প্রতিবাদ করে লতা, সচিন এবং অক্ষয় কুমাররাও ট্য়ুইট করেছিলেন। একসঙ্গে প্রায় একই বয়ানে কীভাবে সবার ট্যুইট? চাপ দিয়ে সবাইকে ট্যুইট করানোর আশঙ্কা কংগ্রেসের। ভারত রত্নদের ট্যুইট নিয়ে তদন্তের নির্দেশ দেয় মহারাষ্ট্র সরকার। আর এরপরই বিতর্ক তৈরি হয়। এই তদন্তের নির্দেশকে কটাক্ষ করে বিজেপি। তাদের অভিযোগ ভারত রত্নদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। আর এরপরই আসরে নামলেন অনিল দেশমুখ। তাঁর বক্তব্যের ভুল ব্য়াখ্যা হচ্ছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর।