Maharashtra News: গলায় গামছা জড়িয়ে রিল বানাতে গিয়ে বিপদ, দমবন্ধ হয়ে বেকায়দায় তরুণ; তারপর ?
Ahmednagar Reel News: এবার এক ভয়ঙ্কর বিপত্তি ঘটেছে এক তরুণের। বিপজ্জনক স্টান্ট করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগরে।

Ahmednagar News: এই ডিজিটাল দুনিয়ায় সমাজমাধ্যমে বিখ্যাত হওয়ার জন্য কোনও ব্যক্তি কী না করে ! এভাবেই মহারাষ্ট্রের আহমেদনগরে এক তরুণ ব্যাপক দুর্ঘটনার সম্মুখীন হন। রিল বানানোর শখ প্রাণঘাতী হয়ে উঠল এই তরুণের কাছে। এক তরুণ গলায় কাপড়ের ফাঁস দিয়ে ফাঁসির অভিনয় করে রিল ভিডিয়ো বানানোর চেষ্টা করছিলেন, আর তাতেই বিপত্তি বাধে। সত্যিই গলায় ফাঁস লেগে দম আটকে গিয়েছিল সেই যুবকের। তাকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা খুবই গুরুতর। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সমগ্র আহমেদনগর জেলায়। আদপে কী ঘটেছিল ?
ফাঁসির অভিনয় করে রিল বানানোয় দুর্ঘটনা
এখনকার দিনে বহু তরুণ-তরুণী কিংবা যুবক-যুবতী সমাজমাধ্যমে বিখ্যাত হওয়ার জন্য রিল বানাতে গিয়ে কী না কাজ করে বসছেন। জীবনের পরোয়া না করে চলন্ত ট্রেন থেকে ভিডিয়ো করাই হোক বা আবর্জনা খেয়ে নেওয়া, অদ্ভুত সব ঘটনা দেশজুড়ে। এবার এক ভয়ঙ্কর বিপত্তি ঘটেছে এক তরুণের। বিপজ্জনক স্টান্ট করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি।
আহমেদনগর জেলার জামখেদ শহরে এই ঘটনা ঘটেছে। এক যুবক 'ফাঁসির রিল' বানাতে গিয়েছিলেন, অভিনয় করছিলেন যেন তাঁকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। আর তারপরেই সত্যি দম আটকে যায় তরুণের। এই ঘটনা জানতে পেরে সমাজকর্মী সঞ্জয় কোঠারি তাৎক্ষণিকভাবে যুবকটিকে হাসপাতালে ভর্তি করেন, তাঁকে আপদকালীন চিকিৎসার মাধ্যমে বাঁচিয়ে তোলা হয়। তবে এখনও তাঁর অবস্থা গুরুতর।
জানা গিয়েছে এই রিল যিনি বানাচ্ছিলেন তিনি আদপে নেপালের বাসিন্দা। তাঁর নাম প্রকাশ বুদা। তিনি বর্তমানে জামখেদের একটি হোটেল কাজ করেন। নিজেকে ঝুলন্ত অবস্থার দেখার লোভে এই বিপজ্জনক রিল বানাতে গিয়েছিলেন তিনি। আর এই কাজ করতে গিয়েই গলায় গামছা জড়িয়ে ফাঁসির অভিনয় করার সময় সত্যিকারের সেই গামছার ফাঁস তাঁর গলায় আটকে যায়। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সমাজমাধ্যমের জন্য জীবনকে এমন ঝুঁকির মুখে ফেলে দিয়েছিলেন যুবক, তা নিয়ে সতর্ক হতে অনুরোধ করেছেন সমাজকর্মী সঞ্জয় কোঠারি। জনগণের কাছে এই বিষয়ে সতর্ক থাকার আবেদন করেছেন তিনি। দেশে এখন এই ধরনের বিপজ্জনক স্টান্টের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। অনেক তরুণ-তরুণী জীবনের ঝুঁকি নিয়ে রিল বানাতে ব্যস্ত। সমাজমাধ্যমে লাইক, কমেন্টসের ঝড় দেখতে গিয়ে জীবন বিপন্ন করে ফেলছেন অনেকেই।






















