Tushar Gandhi: ভারত ছাড়ো আন্দোলনের পূর্তিতে মুম্বইয়ে আটক মহাত্মা-প্রপৌত্র তুষার গাঁধী, ইংরেজ শাসকের সঙ্গে টানলেন তুলনা
Quit India Movement: তুষার জানিয়েছেন, ভারত ছাড়ো আন্দোলনের পূর্তিতে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। বাড়ি থেকে বেরোতেই মুম্বই পুলিশ তাঁকে আটক করে এবং সান্তাক্রুজ থানায় নিয়ে যায়।

নয়াদিল্লি: বিরোধী জোটকে আক্রমণ করতে গিয়েও ভারত ছাড়ো আন্দোলনের প্রসঙ্গ টেনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাত্মা গাঁধীর মন্ত্রে দীক্ষিত হয়ে বিরোধী জোটকে তাড়ানোর সংকল্প করার কথা বলেছিলেন। সেই ভারত ছাড়ো আন্দোলনের ৮১ তম পূর্তিতে পুলিশের হাতে আটক হলেন মহাত্মার প্রপৌত্র তুষার গাঁধী (Tushar Gandhi)। তৎকালীন ইংরেজ সরকারের আচরণও ঠিক একই রকম ছিল বলে মন্তব্য করেছেন তিনি। (Quit India Movement)
তুষার জানিয়েছেন, বুধবার সকালে ভারত ছাড়ো আন্দোলনের পূর্তিতে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। ক্রান্তি ময়দানের উদ্দেশে রওনা দেওয়ার আগে, বাড়ি থেকে বেরোতেই মুম্বই পুলিশ তাঁকে আটক করে এবং সান্তাক্রুজ থানায় নিয়ে যায়। নিজেই ট্যুইট করে আটক হওয়ার খবর জানান তুষার।
For the first time in history of Indipendent India I have been detained at Santa Cruz Police Station as I left home to commemorate 9th August Quit India Day. I am proud My Great Grandparents Bapu and Ba had also been arrested by the British Police on the historic date.
— Tushar GANDHI (@TusharG) August 9, 2023
বুধবার সকালে ট্যুইটার হ্যান্ডলে তুষার লেখেন, 'স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম, আমাকে আটক করে সান্তাক্রুজ থানায় নিয়ে আসা হল। ৯ অগাস্ট ভারত ছাড়ো আন্দোলনের পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে বেরিয়েছিলাম বাড়ি থেকে। প্রপিতামহ বাপু এবং প্রমাতামহ বা-কে নিয়ে গর্ব বোধ করি। এই ঐতিহাসিক দিনে তাঁদেরও গ্রেফতার করে তৎকালীন ইংরেজ শাসকের পুলিশ'।
আরও পড়ুন: Manipur Violence : মণিপুর হিংসায় সাড়ে ৬ হাজারের বেশি FIR, সুপ্রিম কোর্টে জানাল সেরাজ্যের পুলিশ
বিষয়টি নিয়ে মুম্বই পুলিশের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে এক ব্যক্তির প্রশ্নের উত্তরে তুষার জানান, ক্রান্তি ময়দানে শান্তিপূর্ণ মিছিল ছিল। তাতে অংশ নিতেই বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু সরকারের বোধহয় মনে হয়েছিল, আইন-কানুন বিঘ্নিত হতে পারে। বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছিল। সেই কারণেই তাঁকে আটক করা হয়, তাঁর অনুগামীদেরও হেফাজতে নেওয়া হয়।
Now being allowed to go. Proceeding to August Kranti Maidan. Inquilab Zindabad!
— Tushar GANDHI (@TusharG) August 9, 2023
এর পর, বেলার দিকে আবারও ট্যুইট করেন তুষার। জানান, 'এই মাত্র যাওয়ার অনুমতি দিল পুলিশ। অগাস্ট ক্রান্তি ময়দানের উদ্দেশে রওনা দিচ্ছি। বিপ্লব দীর্ঘজীবী হোক'। মঙ্গলবারই ক্রান্তি ময়দানের মিছিলের যাওয়ার কথা ট্যুইটারে লেখেন তুষার। স্বাধীনতা সংগ্রামী, সমাজ সচেতন মানুষ এবং গুজরাত দাঙ্গায় পীড়িতদের হয়ে আদালতে মামলা লড়া, মানবাধিকার কর্মী তিস্তা সীতরওয়াড়েরও ওই মিছিলে শামিল হওয়ার কথা জানান। মিছিলের স্লোগান রাখা হয়, 'ঘৃণার কারবারিরা ভারতকে নিস্তার দাও, ভালবাসা দিয়ে হৃদয় জোড়ো'।
এর আগে, কংগ্রেস নেতা রাহুল গাঁধীর ‘ভারত জোড়ো যাত্রা’তেও শামিল হন তুষার। তুষার প্রখ্যাত সাংবাদিক অরুণ মণিলাল গাঁধীর ছেলে। মহাত্মাপরুত্র মণিলাল গাঁধীর ছেলে অরুণ। গুজরাতের বডোদরায় মহাত্মী গাঁধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তুষার। পরিবারের সঙ্গে মুম্বইয়ে থাকেন। মহাত্মাজায়া কস্তুরবার নামানুসারে নিজের মেয়ের নাম কস্তুরী রেখেছেন তুষার।






















