এক্সপ্লোর
মধ্যপ্রদেশে বাপু ভবন থেকে মহাত্মা গাঁধীর চিতাভস্ম চুরি, ছবির উপর লেখা হল ‘দেশদ্রোহী’!
সারা দেশ যখন মহাত্মার জন্মের ১৫০ বছর পালনে ব্যস্ত, ঠিক তখনও মধ্যপ্রদেশের রেওয়ার ‘বাপু ভবন’ থেকে চুরি হয়ে গেল তাঁর চিতাভস্ম। শুধু তাই নয়, চুরি করে গাঁধীর বিশালাকার ছবির উপর বড় বড় অক্ষরে ‘দেশদ্রোহী’ লিখে দিল চোর।

নয়াদিল্লি: ২ অক্টোবর মহাত্মা গাঁধীর জন্মের সার্ধ শতবর্ষ পালিত হল দেশ জুড়ে। সেই উপলক্ষ্যে বছরভর বহু কর্মসূচিও নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সারা দেশ যখন মহাত্মার জন্মের ১৫০ বছর পালনে ব্যস্ত, ঠিক তখনও মধ্যপ্রদেশের রেওয়ার ‘বাপু ভবন’ থেকে চুরি হয়ে গেল তাঁর চিতাভস্ম। শুধু তাই নয়, চুরি করে গাঁধীর বিশালাকার ছবির উপর বড় বড় অক্ষরে ‘দেশদ্রোহী’ লিখে দিল চোর। ঘটনাটি প্রথম নজরে আসে রেওয়া জেলার কংগ্রেস শীর্ষ নেতা গুরমিত সিংহের। তিনি লক্ষ্মণবাগে বাপু ভবনে মহাত্মার স্মৃতিতে শ্রদ্ধার্পণের উদ্দেশ্যে গিয়েছিলেন। তিনিই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্থানীয় কংগ্রেস কর্মীরা। রেওয়ার এসপি আবিদ খান জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ১৫৩বি, ৫০৪, ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে। সিসিটিভ ফুটেজ দেখে অপরাধীকে খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। ঘটনায় কার্যত বেবাক এলাকার সাধারণ মানুষ। কীভাবে নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে সকলের অলক্ষ্যে এমন কাণ্ড কেউ ঘটালো। এই ঘটনার কথা শুনে শোকাহত গাঁধীজীর প্রপৌত্র তুষার গাঁধী। তিনি বলেন, ‘উনি জাতির পিতা বা মহাত্মা না হয়ে শুধুমাত্র আমার প্রপিতামহ হলেই ভাল হত।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















