মালদা: পণের মাত্র কুড়ি হাজার টাকার জন্য অন্তঃসত্ত্বা গৃহবধূ 'খুন', গ্রেফতার স্বামী ও শাশুড়ি
কবে, কীভাবে মুক্তি মিলবে পণপ্রথার নাগপাশ থেকে?
মালদা: স্বামীর সংসার করার এক বুক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রেখেছিলেন তরুণী। কিন্তু মাত্র ৪ বছরের মধ্যেই সেই স্বপ্নের সঙ্গে শেষ সব কিছু!পণের জন্য শ্বশুরবাড়ি লোকের বিরুদ্ধে বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানা এলাকার বিষণপুর গ্রামে। মৃতার পরিবার সূত্রে খবর, ২০১৬-য় বিষণপুরের বাসিন্দা হাইউল শেখের সঙ্গে বিয়ে হয় চাঁদপুরের বাসিন্দা ২২ বছরের আসমিরা বিবির। ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বধূ। বুধবার সকালে বাড়িতেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ।
মৃতার পরিবারের অভিযোগ, পণের ২০ হাজার টাকা দিতে না পারায় খুন করা হয় তরুণীকে। মৃতার আত্মীয়র অভিযোগ, বিয়ের পর থেকে অত্যাচার করত টাকার দাবি করত। আরেক আত্মীয়র দাবি, বিয়ের সময় যা দাবি করেছিল সব দেওয়া হয়েছে। গতকাল টাকা চায়। বাড়ি থেকে ফিরে আসার পর খুন করেছে।
পুখুরিয়া থানায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে বধূহত্যার অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্ত স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।
কড়া আইন আছে, আইন অনুযায়ী কড়া শাস্তির বিধানও আছে। তা সত্বেও বারবার উঠছে বধূ নির্যাতনের অভিযোগ।