Malda TMC Worker : পিঠে আটকে গুলি, মালদার আহত তৃণমূল কর্মীকে স্থানান্তর কলকাতায়
ভর সন্ধ্যায় একজন ব্যবসায়ীকে দুই দুষ্কৃতী এসে গুলি করে চলে যাওয়ায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
করুণাময় সিংহ, মালদা : পিঠে আটকে আছ গুলি। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তা বের করা সম্ভব হয়নি । তাই মালদার ইংরেজবাজারে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে স্থানান্তরিত করা হল কলকাতায়। চিকিৎসকদের পরামর্শে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়।
রবিবার ভর সন্ধ্যায় ইংরেজবাজার থানার শোভানগর এলাকায় শ্যুটআউটের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন ব্যবসায়ী নেপাল চৌধুরী। তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত। শোভানগর বাসস্ট্যান্ড এলাকায় তাঁর মিষ্টির দোকান রয়েছে। সেই মিষ্টির দোকানের সামনে তিনি বসেছিলেন। সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়। তাঁর পিঠে গুলি লাগে। ঘটনার পর সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে গুলি চালানোর পর দুষ্কৃতীরা বাইক নিয়ে মানিকচকের দিকে চলে যায়। পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া করে বাইকটি উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। কিন্তু, দুষ্কৃতীদের ধরা যায়নি। এদিকে গুলি চালানোর ঘটনায় হামলাকারী সন্দেহে দুই যুবকের বাড়িতে তল্লাশি চালায় মানিকচক থানার পুলিশ। মানিকচকের বড়বাগান এলাকার বাসিন্দা দুই যুবকের খোঁজ মেলেনি।
ঘটনার পিছনে কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখছে ইংরেজবাজার থানার পুলিশ। জমিজমা সংক্রান্ত ব্যবসায়িক লেনদেন নিয়ে গোলমালের জেরেই গুলি চালানো হয় বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। পুরনো জমিজমা সংক্রান্ত অভিযোগে এর আগে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল ইংরেজবাজার থানার পুলিশ। কয়েকদিন আগেই জামিনে মুক্ত হন তিনি।
গতকাল এই ঘটনার প্রসঙ্গে মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছিলেন, খোঁজ খবর নিচ্ছি তাঁর কী অবস্থা। পুলিশ তদন্ত করুক।
এদিকে ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ভর সন্ধ্যায় এভাবে একজন ব্যবসায়ীকে দুই দুষ্কৃতী এসে গুলি করে চলে যাওয়ায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশ এনিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।