Mallikarjun Karge: 'জাতিভিত্তিক জনগণনা প্রকাশ্যে আনুন', মোদিকে চিঠি লিখলেন মল্লিকার্জুন
Mallikarjun Karge to PM Modi: মোদিকে লেখা চিঠিতে হাত শিবিরের সভাপতি বলেন, দেশের পিছিয়ে পড়া শ্রেণির উন্নতিকল্পে আর্থসামাজিক পরিস্থিতি জানার জন্য জাতিসুমারির প্রয়োজন আছে।
নয়া দিল্লি: সম্প্রতি কর্ণাটকের (Karnataka) নির্বাচনী সভা থেকে জাতিভিত্তিক জনগণনার (Caste Census) দাবিতে সোচ্চার হয়েছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার জাতিসুমারির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন কংগ্রেস (Congress) সভাপতি (President) মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)।
মোদিকে লেখা চিঠিতে হাত শিবিরের সভাপতি বলেন, দেশের পিছিয়ে পড়া শ্রেণির উন্নতিকল্পে আর্থসামাজিক পরিস্থিতি জানার জন্য জাতিসুমারির প্রয়োজন আছে। ঠিক এই কারণেই ২০১১-১২ সালে জাতিভিত্তিক জনগণনা করেছিল কংগ্রেস। ইউপিএ নেতৃত্বাধীন সরকার, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর কংগ্রেস সাংসদরা দাবি করেছিলেন এই জাতিসুমারি প্রকাশ্যে আনতে হবে। কিন্তু তাতে কর্ণপাত করেনি বিজেপি।
এই চিঠিতে তিনি আরও বলেন, সরকারের কাছে আপডেটেড জাতিসুমারি নেই, এর ফল মারাত্মক হতে পারে। সামাজিক ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন মানুষ। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য ক্ষমতায়নের কাজ ব্যাহত হবে। জাতির ভিত্তিক জনগণনা কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে।
My letter to the Prime Minister demanding the publication of Socio Economic Caste Census.
— Mallikarjun Kharge (@kharge) April 17, 2023
Regular decennial Census was to be carried out in 2021 but it has not been conducted. We demand that it be done immediately and that a comprehensive Caste Census be made it’s integral part. pic.twitter.com/eoL52gRFC1
আরও পড়ুন, দিল্লি বিমানবন্দরে দেখা মিলল 'নিখোঁজ' মুকুলের, কী কারণে রাজধানী সফরে?
প্রসঙ্গত, রবিবার কর্ণাটকের কোলারে এক জনসভা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে জাতিসুমারির প্রসঙ্গ এনে মোদিকে তোপ দাগেন রাহুল। সনিয়া-পুত্র বলেন, “অনুগ্রহ করে জাতি সুমারির তথ্য প্রকাশ্যে আনুন। যাতে দেশ জানতে পারে বর্তমানে ওবিসি, দলিত এবং উপজাতিদের জনসংখ্যা কত। আপনি যদি এই কাজ না করেন তবে তা ওবিসিদের জন্য অপমান।”