Mamata Banerjee Health: মুখ্যমন্ত্রী চাইলেই কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা, জানালেন শমীক
গতকাল নন্দীগ্রামে আহত হওয়ার পর চক্রান্তের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আর আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য জানালেন, মুখ্যমন্ত্রী চাইলেই কেন্দ্রীয় সরকার নিরাপত্তার ব্যবস্থা।
কলকাতা: এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নন্দীগ্রামে আহত হওয়ার পর চক্রান্তের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আর আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য জানালেন, মুখ্যমন্ত্রী চাইলেই কেন্দ্রীয় সরকার নিরাপত্তার ব্যবস্থা। তিনি বলেন, গতকাল মুখ্যমন্ত্রী দাবি করেছেন, দুর্ঘটনা নয়। চক্রান্ত। তৃণমূল কংগ্রেসের নেতা নিজেদের মতো করে স্লোগান দিয়েছেন। আজ যখন আমরা হাসপাতালে দেখতে যাই, তখন গো ব্যাক স্লোগান দেওয়া হয়। আমরা তাতেও কোনও প্রতিক্রিয়া দিইনি। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ দাবি করছি।
সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের দলের সাংসদরা যোগাযোগ করেছিলেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা ওখান থেকে খবর পেয়েছি মুখ্যমন্ত্রী যদি মনে করেন তাঁর কাছে যে ফোর্স আছে তা পর্যাপ্ত নয় তাহলে যখন চাইবেন কেন্দ্রীয় সরকার নিরাপত্তার ব্যবস্থা করবে। একইসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর আঘাত নিয়ে রাজনীতি নয়। মতাদর্শের লড়াই, রাজনৈতিক লড়াই। তার সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক নেই। প্রসঙ্গত, আজই আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ জানায় তৃণমূলের প্রতিনিধি দল।
পাশাপাশি এদিন বিজেপির মুখপাত্র বলেন, নন্দীগ্রামে আজকের পরিস্থিতি স্বাভাবিক। শুভেন্দু বিস্তীর্ণ অঞ্চল ঘুরে বেড়িয়েছেন। নন্দীগ্রামে বিজেপি জিতবে। আমরা অনেক ভোটের ব্যবধানেই জিতব। উল্লেখ্য, শিবরাত্রি উপলক্ষে আজ নন্দীগ্রামে একাধিক মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। প্রথমে সোনাচূড়ার শিব মন্দিরে যান নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। এরপর যান পারুলবাড়ির একটি মন্দিরে। সবশেষে রেয়াপাড়ার মন্দিরে পুজো দেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। গতকাল রেয়াপাড়ার এই মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে গতকাল নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে ঘটনাস্থলে যান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েল ও পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। জেলাশাসক জানিয়েছেন, ভিড় থাকায় কিছু দেখা যায়নি বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় মানুষজন। তবে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে বলে জেলাশাসক জানিয়েছেন।