Mamata Banerjee: লন্ডনে বক্তৃতার মাঝেই আর জি কর নিয়ে প্রশ্ন মমতাকে, জবাবে কী বললেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: বিনিয়োগ নিয়ে বক্তৃতা দেওয়ার সময়েই দর্শক আসন থেকে ধেয়ে আসে একের পর এক প্রশ্ন। দর্শকদের একাংশের সঙ্গে সাময়িক বাদানুবাদও হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Mamata Banerjee: আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কেলগ কলেজে বক্তব্য রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই আর জি কর প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। শুরু থেকে অনুষ্ঠানের ছন্দ ঠিক থাকলেও তাল কাটে আর জি করের প্রসঙ্গে দর্শকদের তরফে প্রশ্ন উঠতেই। আর জি কর থেকে শিল্পায়ন, সাম্প্রদায়িকতা, পর পর প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। আর জি কর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন দর্শকদের। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, এটা বিচারাধীন বিষয়। তবে এই উত্তরে থেমে যাননি দর্শকরা। ধেয়ে আসতে থাকে আরও অনেক প্রশ্নই। তখন মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতিকরণের চেষ্টা করবেন না। আপনারা বিরোধিতা করতেই পারতেন। এতে আমি আরও উৎসাহ পাই। বাংলায় বিনিয়োগের দাবি নিয়েও প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী। বক্তৃতা চলাকালীন মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলে আক্রমণ। আমি মিথ্যা বলি না, পাল্টা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশপাশি সমালোচকদের বাম-অতিবাম বলেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। দর্শকদের একাংশের সঙ্গে সাময়িক বাদানুবাদও হয় তাঁর। সমালোচকদের সাম্প্রদায়িক বলেন তিনি। আর জি কর কাণ্ডে ক্রাউড ফান্ডিং নিয়েও প্রশ্নের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। টাটা কেন রাজ্য ছেড়ে গেল, তা নিয়েও প্রশ্ন আসে দর্শক আসন থেকে। বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্যের মাঝেই তাল কাটে অনুষ্ঠানের।
এদিন বক্তৃতার মাঝে দর্শক আসন থেকে বিনিয়োগ, আর জি করে নিয়ে সরকারের ভূমিকা, সাম্প্রদায়িকতা নিয়ে একের পর এক প্রশ্ন উঠলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, দিদি কিছু নিয়ে ভাবে না। কারও পরোয়া করে না। দিদি কাজ করে পুরো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। এরপরই দর্শকদের আচরণ সংযত করতেও বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এমন আচরণ করে তাঁরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকেই অসম্মান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এও বলতে শোনা গিয়েছে, আমায় ধরতে পারলে ধরো। না ধরতে পারলে, লড়তে এসো না।
দর্শক আসন থেকে একাংশ 'গো অ্যাওয়ে' স্লোগানও ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে। অনুমান, এরপর তাঁদের হয়তো অনুষ্ঠান থেকে বের করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কিন্তু তাঁদেরকে থাকতে দিতে বলেন মুখ্যমন্ত্রী নিজেই। বলেন তাঁর কোনও সমস্যা নেই। এরপরেই বলেন এটা ওঁদের স্বভাব, ওরা কিছুতেই বদলান না। মুখ্যমন্ত্রী বাকি দর্শকদের উদ্দেশ্যে বলেন, ওখানে ১০-১২ জন রয়েছে। ওঁদের উপেক্ষা করাই ভাল। দর্শক আসন থেকে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেছেন, গো অ্যাওয়ে স্লোগান দিয়েছেন, তাঁদের এবং তাঁদের আদর্শকে চকোলেট দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
