‘স্বাভাবিক পরিষেবা দিতে ব্যর্থ হলে সরকারের প্রতি বিরূপ মনোভাব হিসেবে গণ্য’, বেসরকারি হাসপাতালগুলিকে কড়া অ্যাডভাইসরি রাজ্যের
কাউকে হাসপাতালে ভর্তি করা বা কোনও করোনা আক্রান্ত রোগীর আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী পরীক্ষার জন্য রাজ্য সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
![‘স্বাভাবিক পরিষেবা দিতে ব্যর্থ হলে সরকারের প্রতি বিরূপ মনোভাব হিসেবে গণ্য’, বেসরকারি হাসপাতালগুলিকে কড়া অ্যাডভাইসরি রাজ্যের Mamata govt issues stern advisory to pvt hospitals ‘স্বাভাবিক পরিষেবা দিতে ব্যর্থ হলে সরকারের প্রতি বিরূপ মনোভাব হিসেবে গণ্য’, বেসরকারি হাসপাতালগুলিকে কড়া অ্যাডভাইসরি রাজ্যের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/01114936/Nabanna-BUILDING-still.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: করোনা পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালগুলিকে অ্যাডভাইসরি পাঠাল রাজ্য সরকার। ওই অ্যাডভাইসরিতে বলা হয়েছে, সমস্ত বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে অবিলম্বে বর্তমান পরিস্থিতিতে চিকিত্সা পরিষেবা স্বাভাবিক করে তোলার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে পরিকল্পনা করতে হবে সরকারি নির্দেশিকা ও গাইডলাইন মেনে।
এই নির্দেশ মানতে ব্যর্থ হলে তা সরকারের প্রতি বিরূপ মনোভাব হিসেবে দেখা হবে। কেমোথেরাপি, ডায়ালিসিস, টীকা দেওয়া বা প্রসূতিদের চিকিত্সা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যার অভিযোগ উঠছিল। এই প্রেক্ষিতেই রাজ্য সরকারের এই অ্যাডভাইসরি। পাশাপাশি বলা হয়েছে, কাউকে হাসপাতালে ভর্তি করা বা কোনও করোনা আক্রান্ত রোগীর আইসিএমআর এর গাইডলাইন অনুযায়ী পরীক্ষার জন্য রাজ্য সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)