এক্সপ্লোর
Advertisement
‘শান্ত দেশ - অশান্ত হল/গণতন্ত্র কি তবে শেষ?’, দিল্লির পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ভুবনেশ্বর যাওয়ার আগে দেশে শান্তি বজায় রাখার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, \"ভারত ধর্মনিরপেক্ষ, শান্তির দেশ, এখানে হিংসার কোনও স্থান নেই। আমি খুবই চিন্তিত, জানি না দেশে কী চলছে। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি,\" ।
কলকাতা: উত্তর-পূর্ব দিল্লির হিংসার ঘটনায় তিনি বিচলিত, চিন্তিত, সেকথা জানিয়ে বারবার শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার জগন্নাথ দেবের কাছে ‘দেশবাসীর শান্তির জন্য প্রার্থনা করে’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সবার জন্য শান্তি কামনা করি। সব মানুষ শান্তিতে থাকুক। আমার হৃদয় খুব কাঁদছিল।’
এদিন দেশের পরিস্থিতি নিয়ে একটি কবিতাও লিখে ফেলেন মুখ্যমন্ত্রী। সেই কবিতার ছত্রে ছত্রে হিংসার নিন্দা, মানুষের জন্য আশঙ্কা। প্রশ্ন গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। কবিতার নাম 'নরক'।
এই কবিতায় তিনি সরাসরি প্রশ্ন করেছেন,
‘শান্ত দেশ - অশান্ত হল/গণতন্ত্র কি তবে শেষ?’
ভুবনেশ্বর যাওয়ার আগে দেশে শান্তি বজায় রাখার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "ভারত ধর্মনিরপেক্ষ, শান্তির দেশ, এখানে হিংসার কোনও স্থান নেই। আমি খুবই চিন্তিত, জানি না দেশে কী চলছে। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি," ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement