Mamata's Mumbai Visit: ২৬/১১ জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মী ও জওয়ানদের শ্রদ্ধা, ২ দিনের মুম্বই সফরে মমতা
Mamata's Mumbai Visit Update:মুম্বই (Mumbai) পৌঁছে প্রথমে বিমানবন্দর (Airport) থেকে সিদ্ধি বিনায়ক মন্দিরে (Siddhi Binayak Temple) যান তিনি। পুজো দেওয়ার পর যান পুলিশ মেমোরিয়ালে (Police Memorial)।
মুম্বই: ২ দিনের মুম্বই সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুম্বই (Mumbai) পৌঁছে প্রথমে বিমানবন্দর (Airport) থেকে সিদ্ধি বিনায়ক মন্দিরে (Siddhi Binayak Temple) যান তিনি। সেখানে পুজো দেওয়ার পর যান পুলিশ মেমোরিয়ালে (Police Memorial)। ২৬/১১ মুম্বই জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মী ও জওয়ানদের শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁর সঙ্গে আদিত্য ঠাকরে (Aditya Thackeray) এবং সঞ্জয় রাউতের (Sanjay Raut) বৈঠক হয়।
মঙ্গলবার সন্ধেয় বাণিজ্যনগরীতে পৌঁছন তৃণমূলনেত্রী। এদিকে শিবসেনা প্রধান ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অসুস্থ। ফলে সঙ্গে তাঁর দেখা হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধে নাগাদ হোটেলে আদিত্য ঠাকরে এবং সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মহারাষ্ট্রে জোট সরকারে কংগ্রেসের শরিক এনসিপির প্রধান শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক দলের পাশাপাশি, বাণিজ্যনগরী মুম্বইয়ে, তরুণ শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী। সূত্রের খবর, বুধবার মুম্বইয়ে বিদ্বজ্জনদের সঙ্গেও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুম্বই পৌঁছে তৃণমূলনেত্রী বলেন, "মুম্বইয়ে আসব উদ্ধব শরদ পওয়ারের সঙ্গে দেখা করব না, এটা হয়? শিল্পপতিদের সামনে বক্তৃতা দেব। শিল্পের ডেস্টিনেশন ওয়েস্টবেঙ্গল।'' এদিকে এদিন সকালেই NCP নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে NCP প্রধান শরদ পওয়ারের (Sharad Pawar) আগামীকাল বৈঠক হবে। অন্যদিকে মুম্বই সফর নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
উল্লেখ্য গত সপ্তাহে দিল্লি সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এদিন বিএসএফের (BSF) এক্তিয়ার ইস্যুতে বৈঠকে আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে রাজ্যের নানা দাবি দাওয়া নিয়েও। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি রাজ্যের আগামী শিল্প সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা।
আরও পড়ুন: Mamata Banerjee Mumbai Visit: আজই মুম্বই যাচ্ছেন মমতা, আগামিকাল NCP প্রধান শরদ পওয়ারের সঙ্গে বৈঠক