এক্সপ্লোর
Advertisement
স্ত্রী হৃতিক রোশনের ভক্ত, খুন করে আত্মহত্যা স্বামীর
হৃতিককে নিয়ে অশান্তির জেরে স্ত্রীকে ছুরি মারেন তিনি, তারপর আত্মহত্যা করেন।
নয়াদিল্লি: আমেরিকা প্রবাসী এক ভারতীয় স্ত্রীকে ছুরি মেরে খুন করেছেন। তারপর নিজেও গলায় দড়ি দিয়েছেন বলে খবর। জানা গিয়েছে, স্ত্রী হৃতিক রোশনের ভক্ত ছিলেন, স্বামীর ঈর্ষা হত তাতে।
নিউ ইয়র্কের সংবাদপত্রে খবর, অভিযুক্ত স্বামীর নাম দীনেশ্বর বুদ্ধিদাত, বয়স ৩৩। থাকতেন কুইন্স অ্যাপার্টমেন্টে, ২৭ বছরের স্ত্রী ডোনে ডোজয়ের সঙ্গে। হৃতিককে নিয়ে অশান্তির জেরে স্ত্রীকে ছুরি মারেন তিনি, তারপর আত্মহত্যা করেন।
ডোনে কাজ করতেন বার টেন্ডার হিসেবে। তাঁর বন্ধুরা জানিয়েছেন, স্ত্রী হৃতিকের পাগল অনুরাগী হওয়ায় হিংসেয় জ্বলতেন দীনেশ্বর। তিনি যখন হৃতিকের সিনেমা দেখতেন বা তাঁর ছবির গান শুনতেন, দীনেশ্বর তা বন্ধ করতে বলতেন। হৃতিকের ছবিই দেখতে চাইতেন না তিনি। এ নিয়ে ঝামেলার জেরে আগেও স্ত্রীর গায়ে হাত তোলেন তিনি। ঝামেলার জেরে স্ত্রী তাঁকে ছেড়ে অন্যত্র চলে যান। এরপরেও দীনেশ্বর নিজের ঈর্ষাকে লাগাম দিতে পারেননি।
আত্মহত্যার আগে দীনেশ্বর ডোনের বোনকে ফোন করে খুনের খবর দেন। বলেও দেন, অ্যাপার্টমেন্টের দাবি কোথায় রাখা আছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement