এক্সপ্লোর
Advertisement
বাড়ি ছাড়েন ৬ বছর আগে, অন্ধ্রের আন্নাপুরীকে পরিবারের সঙ্গে মিলিয়ে দিল টিকটক
সৌভাগ্যক্রমে ভিডিওটি পড়ে যায় খোদ আন্নাপুরীর চোখে। সোশ্যাল মিডিয়া থেকে ছেলের ফোন নম্বর জোগাড় করেন তিনি।
কুর্নুল: টিকটক অ্যাপ নিয়ে বিতর্ক অনেক। কিন্তু এই টিকটকই পরিবারের সঙ্গে মিলিয়ে দিল ৬ বছর আগে ঘরছাড়া হওয়া এক ব্যক্তিকে। হারিয়ে যাওয়া আন্নাপুরী পুল্লাইয়া ও তাঁর পরিবার- সকলেই এক বাক্যে ধন্যবাদ জানাচ্ছেন সোশ্যাল মিডিয়াকে।
অন্ধ্রের নান্দিয়ালের হরিজন পেটার বাসিন্দা আন্নাপুরী পুল্লাইয়ার একটি জুতো সারাইয়ের দোকান ছিল। পারিবারিক সমস্যার জেরে ৬ বছর আগে বাড়ি থেকে চলে যান তিনি। তাঁর বাড়ির লোক চতুর্দিকে খোঁজ করেছেন, পুলিশে খবর দিয়েছেন, মন্দিরে প্রার্থনা করেছেন কিন্তু কোথাও আন্নাপুরীর খোঁজ মেলেনি। এর মধ্যে মাসচারেক আগে তাঁর ছেলে ভেঙ্কটা নরসিমহুলু টিকটক অ্যাপে একটি ভিডিও পোস্ট করেন। তাঁর বাবা সম্পর্কে খোঁজ দেওয়ার জন্য ইউজারদের অনুরোধ করেন তিনি।
সৌভাগ্যক্রমে ভিডিওটি পড়ে যায় খোদ আন্নাপুরীর চোখে। সোশ্যাল মিডিয়া থেকে ছেলের ফোন নম্বর জোগাড় করেন তিনি। দেখা যায়, অন্ধ্র ছেড়ে আন্নাপুরী এখন গুজরাতে। আর দেরি কীসের! অন্য ভাই আর আত্মীয়দের নিয়ে ভেঙ্কটা চলে যান গুজরাতে, ২ দিন ধরে বাবার রাগ ভাঙান। তারপর তাঁকে নিয়ে ফিরে আসেন নান্দিয়ালের বাড়ি। তারপর আর কী! মধুরেণ সমাপয়েত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ফুটবল
জেলার
Advertisement