Viral News: তাড়াহুড়োয় সুইচ বন্ধ করেননি যুবক, বিছানায় পড়েছিল মোবাইলের চার্জিং কেবল, ১০ মিনিটে সব শেষ
China News: চিনের গুয়াংদং প্রদেশের ফোশান শহর থেকে এই ঘটনা সামনে এসেছে।

বেজিং: এমনিতেই দেরি হয়ে গিয়েছিল। তাই বিশেষ গা করেননি। চার্জিং কেবল থেকে ফোন খুলে নিয়ে দৌড় দিয়েছিলেন। কিন্তু তার ভয়ঙ্কর মাশুল দিতে হল এক যুবককে। মোবাইল ফোনের চার্জিং কেবল থেকে আগুন ধরে গেল বাড়িতে। পুড়ে ছাই হয়ে গেল সবকিছু। মাত্র ১০ মিনিটের মধ্যেই কার্যত সর্বস্ব খোয়ালেন ওই যুবক। (Viral News)
চিনের গুয়াংদং প্রদেশের ফোশান শহর থেকে এই ঘটনা সামনে এসেছে। শহরের একটি ফ্ল্যাটে বাস করতেন Huang পদবীর ওই যুবক। সম্প্রতি তাড়াহুড়ো করেই বাড়ি থেকে বেরোচ্ছিলেন। বিছানার উপর চার্জে বসানো ছিল ফোন। তাড়াহুড়োয় কোনও রকমে চার্জিং কেবল থেকে ফোনটি খুলে নেন। সুইচ বন্ধ করার কথা আর মাথায় ছিল না। অর্থাৎ বিছানার উপরই পড়েছিল চার্জিং কেবল। (China News)
এর পর ১০ মিনিটও কাটেনি। রাস্তায় দমকলের গাড়ি দেখতে পান ওই যুবক। আর প্রায় সঙ্গে সঙ্গে বিল্ডিং থেকে ফোন যায় তাঁর কাছে। তাঁর ফ্ল্যাটে আগুন ধরেছে বলে জানানো হয়। তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন ওই যুবক। কিন্তু যত ক্ষণে এসে পৌঁছন শেষ, তত ক্ষণে কার্যত সব শেষ। মাস্টার বেডরুমের সবকিছু ছাই হয়ে যায় পুড়ে। দেওয়ালে, আসবাবপত্র, কিছু বাদ যায়বি। অন্য ঘরগুলি ততটা ক্ষতিগ্রস্ত না হলেও, কালো ধোঁয়ায় ভরে যায় গোটা ফ্ল্যাট। এক মুহূর্ত সেখানে দাঁড়ানো যাচ্ছিল না।
আগুন লাগার কারণ খতিয়ে দেখতে গিয়ে দমকল বিভাগ জানায়, মোবাইলের চার্জিং কেবল থেকেই আগুন লাগে ফ্ল্যাটে। সুইচ বন্ধ না করে ফেলে রাখা হয়েছিল চার্জিং কেবলটিকে। আর তার সংস্পর্শে ছিল দাহ্য পদার্থ, যাতে অনুঘটক হয়ে ওঠে উচ্চ তাপমাত্রা। দমকল আধিকারিকরা জানান, অনেকেই সুইচ অন রেখে মোবাইলের চার্জিং কেবল বিছানায়, বালিশের উপর ফেলে রাখেন। এর ফল মারাত্মক হতে পারে। যদিও বা বিছানা বা বালিশের উপর চার্জিং কেবল থাকে, সুইচ বন্ধ রয়েছে কি না, তা দেখা জরুরি।
এই প্রথম এমন ঘটনা ঘটল না। চলতি বছরের গোড়াতেই উত্তরপ্রদেশের মেরঠে মোবাইলের চার্জিং কেবল থেকে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়। ঘরের মধ্যে সুইচ অন করে ঝোলানো ছিল মোবাইলের চার্জার। আচমকাই সেখান থেকে আগুন ধরে যায় গোটা ঘরে। সেই সময় ঘরের মধ্যে ঘুমাচ্ছিল চার শিশু। আগুনে পুড়ে যায় তারাও। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, কাউকে বাঁচানো যায়নি।






















