Cloudburst in Pakistan: মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে ভেসে গেল গোটা গ্রাম, ত্রাণ দিতে গিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাকিস্তানে মৃতের সংখ্যা ২০০ পার
Pakistan Flash Floods: প্রায় ২০০০ মানুষকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

নয়াদিল্লি: অতিবৃষ্টির দোসর মেঘভাঙা বৃষ্টি। হড়পা বান বিধ্বংসী আকার নিল পাকিস্তানে। ঘরবাড়ি সব ভেসে গেল জলের তোড়ে, সেই সঙ্গে মৃত্যুমিছিল অব্যাহত। প্রাকৃতিক বিপর্যয়ে পাকিস্তানে ২০০-র বেশি মানুষ মারা গিয়েছেন বলে খবর। হতাহতের সংখ্যা বেড়ে চলেছে লাগাতার। এখনও বহু মাুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। উঁচু পার্বত্য অঞ্চল থেকে প্রায় ২০০০ মানুষকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। (Cloudburst in Pakistan)
মেঘভাঙা বৃষ্টি, হিমবাহ-হ্রদ ফেটে ভারতের উত্তরাখণ্ডের ধরালী, জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে পর পর বিপর্যয় নেমে এসেছে। পড়শি দেশ পাকিস্তানও বিপর্যয়ের সঙ্গে যুঝছে এই মুহূর্তে। মেঘভাঙা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখোয়ার বুনের জেলা। গোটা গ্রাম ভেসে গিয়েছে সেখানে। শুধুমাত্র বুনেরেই ১৫৭ জন মারা গিয়েছেন বলে খবর। নিখোঁজ অনেকে। (Pakistan Flash Floods)
Heart-wrenching accounts from Padder, Kishtwar 💔 Locals recount the terrifying moments when a sudden cloudburst wreaked havoc. Nature’s fury leaves a trail of devastation. #Kishtwar #Cloudburst #Padder pic.twitter.com/qzm6EMeDwB
— Anzer Ayoob | انظر ایوب (@AnzerAyoob) August 15, 2025
পরিস্থিতি বিবেচনা করে বুনেরে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান সরকার। দুর্গত এলাকা থেকে মানুষজনকে উদ্ধারের কাজ চলছে। নৌকা এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে সেই লক্ষ্য়ে। পর পর দেহ নিয়ে অ্যাম্বুল্যান্স বেরিয়ে আসছে সেখান থেকে। পাশের মানসেহরা জেলার অবস্থাও বিপজ্জনক। বেড়াতে গিয়ে সেখানে প্রায় ২০০০ পর্যটক আটকে রয়েছেন। হড়পা বান ও ধসে বিপর্যস্ত সিরান উপত্যকাও।
#cloudburst #Pakistan #Flood pic.twitter.com/orbQdEISNl
— Green World (@Green_world221) August 15, 2025
আর এই বিপর্যয়ের মধ্যেই মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে। উদ্ধারকার্য চালাতে এবং ত্রাণ পৌঁছে দিতে গিয়ে চালাতে গিয়ে ভেঙে পড়েছে একটি হেলিকপ্টার। দুই পাইলট-সহ কপ্টারে সওয়ার সকলেই মারা গিয়েছেন। খারাপ আবহাওয়ার জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে বলে খবর। বজাউরে এই দুর্ঘটনা ঘটেছে। ত্রাণ সরবরাহের পাশাপাশি মানুষজনকে উদ্ধার করে আনার কাজে মোতায়েন ছিল কপ্টারটি।
Pakistan floods update : 255 dead in KPK, GB and AJK . The most affected where cloud burst took early morning while people were at sleep 158 a whole village wiped by fish floods. pic.twitter.com/FxPAdxCrMR
— Fakhar Ur Rehman (@Fakharrehman01) August 15, 2025
🔊 PR No.2️⃣4️⃣1️⃣/2️⃣0️⃣2️⃣5️⃣
— Ministry of Foreign Affairs - Pakistan (@ForeignOfficePk) August 15, 2025
Pakistan Deeply Grieved at the Tragic Loss and Damage Caused by the Recent Cloudburst in Kishtwar, Indian Illegally Occupied Jammu and Kashmir (IIOJK)
The Government and people of Pakistan are deeply grieved at the tragic loss of precious lives and… pic.twitter.com/gvtTzzZRty
খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বাল্টিস্তান এবং অধিকৃত কাশ্মীরেও রুদ্ররূপ ধারণ করেছে প্রকৃতি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উদ্ধারকার্যে জোর দিতে নির্দেশ দিয়েছেন। দেশের বিপর্যয় মোকাবিলা সংস্থা সাধারণ মানুষকে সতর্ক করেছে। জানিয়েছে, হিমবাহ হ্রদ বিস্ফোরণ ঘটতে পারে। সেক্ষেত্রে উচ্চ পার্বত্য এলাকা থেকে সকলকে দূরে থাকতে বলা হয়েছে। এর আগে, গত মাসেও পাকিস্তানে অতিবৃষ্টির প্রকোপ দেখা দেয়, যাতে ২৬৬ জনের মৃত্যু হয়। স্কুল-কলেজ পর্যন্ত বন্ধ রাখতে হয়েছিল।






















