Moscow Firing: ধোঁয়ায় ঢাকল চারপাশ, বন্দুকবাজের এলোপাথারি গুলিতে রক্তের ফোয়ারা মস্কোর কনসার্ট হলে
মস্কো: বন্দুকবাজের এলোপাথারি গুলিতে রক্তের ফোয়ারা মস্কোয়। অন্তত ৫ জন বন্দুকবাজ শুক্রবার মস্কোর কাছে, ক্রোকাস সিটি হলের গানের কনসার্টে এলোপাথারি গুলি চালায় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। একাধিক মানুষ হতাহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ৫০টি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। কিন্তু এখনও হতাহতের সংখ্যা জানা যায়নি। শোনা যাচ্ছে, ছদ্মবেশে কনসার্টে ঢুকেছিল বন্দুকবাজরা। তার পর সুযোগ বুঝে গুলি চালাতে শুরু করে। মাঝে গ্রেনেড জাতীয় কিছু একটা ছোড়ে তারা। কারা এই হামলা চালাল স্পষ্ট নয়। তবে রুশ বিদেশমন্ত্রক এই 'সন্ত্রাসবাদী হামলার' নিন্দা করতে আন্তর্জাতিক মহলের কাছে আর্জি জানিয়েছে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)