McDonald's Layoffs: এবার কর্মী ছাঁটাই ম্যাকডোনাল্ডসেও, এপ্রিলেই শুরু প্রক্রিয়া, ঘোষণা করেছেন খোদ সিইও
Employee Layoff: এবছর এপ্রিল মাস থেকে শুরু হবে ছাঁটাই প্রক্রিয়া। ম্যাকডোনাল্ড কোম্পানির সিইও Chris Kempczinski তাদের সংস্থার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছেন।
McDonald’s: বিশ্বজুড়ে বিভিন্ন নামিদামি সংস্থায় চলছে কর্মী ছাঁটাই (Employee Layoff)। এবার শোনা গিয়েছে, কর্মী ছাঁটাই করবে ম্যাকডোনাল্ড (McDonald’s) সংস্থাও। বিভিন্ন সূত্রে খবর, বিশ্বের বিখ্যাত এই ফাস্ট-ফুড চেন (Fast Food Chain) তাদের কোম্পানি থেকে কর্মী ছাঁটাই শুরু করতে চলেছে। মূলত সংস্থার কর্পোরেট সেক্টর থেকেই কর্মী ছাঁটাই করা হবে। অনুমান, এবছর এপ্রিল মাস থেকে শুরু হবে ছাঁটাই প্রক্রিয়া। ম্যাকডোনাল্ড কোম্পানির সিইও Chris Kempczinski তাদের সংস্থার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছেন। বর্তমান পরিসংখ্যান অনুসারে, ম্যাকডোনাল্ডস কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় দু'লক্ষ কর্পোরেট স্টাফ এবং অন্যান্য কর্মী। শোনা যাচ্ছে, ম্যাকডোনাল্ডস কোম্পানির সিইও জানিয়েছেন, আসন্ন কর্মী ছাঁটাইয়ের বিষয়টি সংস্থার অভ্যন্তরীণ সিদ্ধান্ত। এরপর কোম্পানি পুনর্গঠনের দিকেও যাওয়া হবে। সূত্রের খবর, মূলত খরচ নিয়ন্ত্রণ বা cost cutting- এর জন্যই এই কর্মী ছাঁটাই করা হচ্ছে। চলতি বছর ৩ এপ্রিলের মধ্যে কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হবে।
গতবছরের শেষভাগ থেকেই কর্মী ছাঁটাই শুরু হয়েছিল বিশ্বজুড়ে। এই প্রক্রিয়া শুরু হয়েছিল জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যম ট্যুইটারের সাহায্যে। গতবছর অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই বিভিন্ন সময়ে দোলাচল তৈরি হয়েছে বিশ্বের জনপ্রিয় এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে। সিইও হওয়ার পর প্রথম সপ্তাহেই ট্যুইটারের ওয়ার্ক ফোর্স কমিয়ে ৫০ শতাংশ করে দেন ইলন মাস্ক। ট্যুইটার থেকে সরিয়ে দেওয়া হয়েছে একাধিক উচ্চপদস্থ কর্তাদের। শোনা যাচ্ছে, ফের নতুন করে ট্যুইটারে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে। ক্রিসমাসের আগে পর্যন্তও ট্যুইটারের কর্মী ছাঁটাই অব্যাহত ছিল।
অ্যামাজনেও কর্মী ছাঁটাই
নতুন বছরেও যে কর্মী ছাঁটাই হবে সেকথা ইতিমধ্যেই ঘোষণা করেছে অ্যামাজন কর্তৃপক্ষ। ২০২৩ সালেও যে কর্মী ছাঁটাই প্রক্রিয়া অব্যাহত থাকবে সেই আভাস গতবছরই দিয়েছিলেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি। ইতিমধ্যেই শোনা গিয়েছে, এই দফার কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হলে, প্রায় ১৮ হাজার কর্মী চাকরি খোয়াবেন। অ্যামাজনের এই ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়বে ভারতেও। শোনা যাচ্ছে, এ দেশেও প্রায় ১০০০ কর্মী কাজ হারাতে পারেন। সঙ্গত উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২২ সালে নভেম্বর মাসের শুরুর দিকে প্রথমবার কর্মী ছাঁটাই হয়েছিল অ্যামাজন সংস্থায়। সেই সময় একধাক্কায় চাকরি খুইয়েছিলেন প্রায় ১০ হাজার কর্মী।