Meerut Case Update: স্বামীর-হত্যার পর হোটেলের রুমে প্রেমিকের বার্থ ডে পালন মুসকানের, ৫৪ হাজার টাকায় গাড়ি বুক করে শিমলা-মানালি ট্যুর !
PTI-এর রিপোর্টে দাবি করা হয়েছে, ১০ মার্চ কাসোলের হোটেলে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে চেক-ইন করে অভিযুক্তরা।

মিরাট : মিরাট হত্যাকাণ্ডে নিত্যদিন একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সৌরভ রাজপুতকে খুনের পর ওইদিনেই তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি ও অভিযুক্ত প্রেমিক সাহিল শুক্লা একটি চারচাকা গাড়ি বুক করে। ৪ মার্চই গাড়ি নিয়ে ১৫ দিনের জন্য ঘুরতে বেরিয়ে যায়। শিমলা ও মানালি ঘুরতে যায় মুসকান ও সাহিল। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনই খবর।
PTI-এর রিপোর্টে দাবি করা হয়েছে, ১০ মার্চ কাসোলের হোটেলে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে চেক-ইন করে। সেখানে সাতদিন থাকে। ১৬ মার্চ সেখান থেকে বের হয় তারা। হোটেল অপারেটর আমন কুমার জানান, তাদের গাড়ির চালক তাদের সঙ্গ দেয়।
সাধারণত, কাসোলের অপরূপ সৌন্দর্য দেখতে যান পর্যটকরা। কিন্তু, এই যুগল সারাদিন তাদের রুম ২০৩ নম্বরেই কাটাচ্ছিল এবং গাড়িতে দিনে একবার বেড়াতে বের হত। যা কিছুটা অস্বাভাবিক ছিল, বক্তব্য হোটেল অপারেটরের। মুসকান ও সাহিল কারো সঙ্গে দেখাও করেনি। এমনকী হোটেল কর্মীদের নিজেদের ঘরও পরিষ্কার করার অনুমতি দেয়নি। কর্মীদের সঙ্গে খুব কমই কথা বলছিল। এমনই জানিয়েছেন আমন কুমার। হোটেলে চেক-ইন করার সময় তারা জানায়, তারা মানালি থেকে সেখানে গিয়েছিল। এবার উত্তরপ্রদেশ ফিরে যাবে।
মুসকান ও সাহিলের গাড়ির চালক একটি অডিও মেসেজ সামনে এনেছে। যে মেসেজটা করেছিল মুসকান। শিমলা ট্যুরে একটি হোটেলে থাকার সময়, সাহিল বার্থ ডে-র জন্য একটি কেক অর্ডার করেছিল ড্রাইভারকে। হোয়াটসঅ্যাপে অডিও মেসেজ পাঠিয়ে সেই অর্ডার করে সে। এমনকী কেকে নিয়ে এসে শুধু হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে তা নিশ্চিত করতে। কল না করতে বলেছিল।
৫৪ হাজার টাকার বিনিময়ে ১৫ দিনের জন্য ক্যাব বুক করা হয়েছিল। চালক এও জানিয়েছেন, কোনও খারাপ কাজ করা হয়েছে বলে তাঁর জানা ছিল না। মুসকান ও সাহিল শুধু শিমলা ও মানালিতে ছিল। চালকের সংযোজন, প্রত্যেকদিন সন্ধেয় মদ্যপান করত সাহিল। একটা-দুটো বোতল কিনত। এমনকী সে বুঝতেও পারেনি যে, মুসকানও মদ্যপান করেছিল। মিরাটে ফেরার সময় তাকে মদ পান করতে দেখে বিষয়টি বুঝতে পারেন গাড়ির চালক। এমনই খবর সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রের।
মুসকান একটি অডিও মেসেজ পাঠায়। যেটা সোশাল মিডিয়ায় এখন ভাইরাল। ড্রাইভারকে পাঠানো সেই মেসেজে সে বলেছে, দাদা, কোথা থেকেও আমাকে একটা কেক এনে দিন। আমাকে ফোন করবেন না-শুধু মেসেজ করে জানাবেন আপনি পেয়েছেন কি না। কেকটা আমাদের রুমে আনবেন এবং বলবেন, 'এটা আমার জিনিস, রেখে দিন। আমি কাল সকালে ওটা নেব। আপনাকে শুধু এটাই করতে হবে।'
যুগলের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, মুসকান ও সাহিল হোলি পার্টিতে যোগ দিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা এবিপি লাইভ যাচাই করেনি। উপরের দাবির সত্যতাও যাচাই করা হয়নি। হোলি পার্টির ভিডিওয়, মুসকান ও সাহিলকে হাসতে দেখা যায়। তারা একসঙ্গে মিউজিকও উপভোগ করে। অপর একটি ক্লিপে, মুসকানকে কাসোলে সাহিলের বার্থ ডে পালন করতে দেখা যায়। সাহিলকে চুম্বন করার আগে কেক খাইয়ে দেয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
