Mehul Choksi: ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুললেন মেহুল চোকসি
অপহরণের অভিযোগ মেহুল চোকসির। ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত মেহুল ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনেছেন। ডোমেনিকার হাইকোর্টে জামিন পেয়ে চিকিত্সার জন্য অ্যান্টিগায় রয়েছেন মেহুল।
![Mehul Choksi: ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুললেন মেহুল চোকসি Mehul Choksi alleges kidnapping attempt by Indian agencies, claims he was ready to cooperate in bank fraud case probe Mehul Choksi: ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুললেন মেহুল চোকসি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/27/f21c83db5dbfe05abc017dff70fd2f26_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ তুললেন মেহুল চোক্সি। তাঁকে নাকি অপহরণের চেষ্টা করেছিল ভারতীয় সংস্থাগুলো। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত এই হিরে ব্যবসায়ী। ডমিনিকার হাইকোর্ট থেকে জামিন পেয়ে মেহুল এখন চিকিত্সার জন্য অ্যান্টিগায় রয়েছেন। মেহুলের দাবি, তিনি সবসময়েই ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতায় প্রস্তুত। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে মেহুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে দেশে। যাতায়াতে সক্ষম থাকার মতো অবস্থা হলেই তাঁকে ডমিনিকায় ফিরতে হবে। এই শর্তে তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে ডমিনিকার আদালত মেহুল চোক্সিকে ১০ হাজার ইস্টার্ন ক্যারিবিয়ান ডলার সিকিউরিটি হিসেবে জমা দিতে বলেছে। ভারত থেকে ফেরার হওয়ার পর ২০১৮ থকে অ্যান্টিগা ও বারমুডাতে থাকছিলেন মেহুল চোক্সি। কিছুদিন আগে সেখান থেকেও নিরুদ্দেশ হয়ে যান এবং গত ২৩ মে প্রতিবেশী দেশ ডমিনিকায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ডমিনিকার অভিবাসন মন্ত্রক তাঁকে নিষিদ্ধ অভিবাসনকারী বলে ঘোষণা করেছিল। মেহুল চোক্সির আইনজীবী বিজয় অগ্রবাল জানিয়েছেন, চিকিৎসার পর যাতায়াতের ক্ষেত্রে ফিট হয়ে ওঠা পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে। এরপরই তাঁকে ডমিনিকায় ফিরে আসতে হবে।
তিনি আরও জানিয়েছেন, অবৈধভাবে প্রবেশ ও বিচারবিভাগীয় পর্যালোচনা সংক্রান্ত মামলা স্থগিত রাখা হয়েছে। স্নায়ুঘটিত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অন্তর্বর্তী জামিনের আর্জি জানিয়েছিলেন মেহুল চোক্সি। তাঁর যুক্তি ছিল, এই অসুস্থতার চিকিৎসা ডমিনিকায় হয় না। তাঁকে অবিলম্বে ভারতে প্রত্যর্পণের বিষয়টি থেকেও ডমিনিকার আদালত অন্তর্বর্তী রেহাই দিয়েছে।
অন্যদিকে হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে নিষিদ্ধ অভিবাসী ঘোষণা করেছিল ডমিনিকা আগেই। এর ফলে ভারতে প্রত্যর্পণ আটকাতে মেহুলের আইনি লড়াই কঠিন বলেই মনে করা হচ্ছে। ডমিনিকার জাতীয় নিরাপত্তা ও স্বরাষ্ট্রমন্ত্রক মেহুলকে সে দেশ থেকে বের করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল পুলিশকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)