এক্সপ্লোর
মেলানিয়া চান, ট্রাম্প হার স্বীকার করুন,বলছে রিপোর্ট
যদিও ট্রাম্প এখনও জাল ভোট তত্ত্বে অনড়। এক বিবৃতিতে বলেছেন, বাইডেন তাড়াহুড়ো করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করার মিথ্যে চেষ্টা করছেন, হোয়াইট হাউসের দৌড় শেষ হতে এখনও দেরি আছে।
![মেলানিয়া চান, ট্রাম্প হার স্বীকার করুন,বলছে রিপোর্ট Melania Wants Donald Trump To Concede Defeat To Joe Biden- Report মেলানিয়া চান, ট্রাম্প হার স্বীকার করুন,বলছে রিপোর্ট](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/09151734/trump-biden.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ওয়াশিংটন: মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন জো বাইডেনের কাছে পরাজয় স্বীকার করে নিতে। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল সূত্রে এ খবর এসেছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে ট্রাম্প পত্নী প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। তবে ঘনিষ্ঠ মহলে তিনি ট্রাম্পকে বলেছেন, পরাজয় মেনে নিয়ে বাইডেনকে আগামী প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করে নিতে। শুধু মেলানিয়া নন, মার্কিন প্রেসিডেন্টের জামাতা ও বরিষ্ঠ পরামর্শদাতা জারেড কুশনারও তাঁকে পরাজয় স্বীকার করার পরামর্শ দিয়েছেন।
যদিও ট্রাম্প এখনও জাল ভোট তত্ত্বে অনড়। এক বিবৃতিতে বলেছেন, বাইডেন তাড়াহুড়ো করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করার মিথ্যে চেষ্টা করছেন, হোয়াইট হাউসের দৌড় শেষ হতে এখনও দেরি আছে। তাঁর দাবি, বিভিন্ন চক্র ডেমোক্র্যাটদের জয়ী হিসেবে মিথ্যে ঘোষণার জন্য সাহায্য করছে, এ নিয়ে তিনি আদালতে যাবেন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন। পেনসিলভ্যানিয়া জিতে নিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ভোট পেয়ে গিয়েছেন তিনি। সব মিলিয়ে তিনি পেয়েছেন ৭৪ মিলিয়ন ভোটের বেশি, ট্রাম্পের চেয়ে তা ৪ মিলিয়ন বেশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)