Eathquake News: প্রেসিডেন্টের বক্তব্যর মাঝেই শক্তিশালী ভূমিকম্প! তীব্র কম্পন, মৃত্যু ২, বাড়তে পারে প্রাণহানি
মেক্সিকোর গুয়েরেরো রাজ্যের সান মার্কোস শহর থেকে ১৪.৮ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল এর উপকেন্দ্র

নয়া দিল্লি: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। শুক্রবার রাজধানী মেক্সিকো সিটিতে সাংবাদিক সম্মেলন করছিলেন সেই দেশের প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের। কমপক্ষে ২ জন নিহত হয়েছে এবং ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে একটি ছোট শহরে মাঝারি ক্ষতি হয়েছে।
হঠাৎ করেই ন্যাশনাল প্যালেস কাঁপতে শুরু করে। ভূমিকম্পের সাইরেন বেজে ওঠে। মাঝপথেই সাংবাদিক সম্মেলন থামিয়ে দিতে হয়। দ্রুত প্রেসিডেন্টকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫। মেক্সিকোর গুয়েরেরো রাজ্যের সান মার্কোস শহর থেকে ১৪.৮ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল এর উপকেন্দ্র। ভূমিকম্পের জেরে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে তার দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্ট খালি করার সময় পড়ে গিয়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। শহরের মেয়র ক্লারা ব্রুগাদা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আরও বারো জন আহত হয়েছেন, তবে দেশের বৃহত্তম শহরে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। মেক্সিকোর জাতীয় ভূকম্পন পরিষেবা জানিয়েছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গুয়েরেরো রাজ্যের সান মার্কোস শহর থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
গুয়েরেরোর গভর্নর এভলিন সালগাদো বলেছেন, পঞ্চাশের দশকের এক মহিলা "তার বাড়ি ধসে পড়ে প্রাণ হারিয়েছেন।" সান মার্কোসের মেয়র মিসায়েল লরেঞ্জো ক্যাস্টিলো বলেছেন, প্রায় ৫০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং "সব বাড়িতেই ফাটল দেখা দিয়েছে।" বাসিন্দারা এএফপির একজন সাংবাদিককে তাদের বাড়ির দেয়ালের ফাটল এবং ধসে পড়া দেয়ালের কিছু অংশ দেখান।
মেক্সিকো পাঁচটি টেকটোনিক প্লেটের মধ্যে অবস্থিত এবং তাই বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে একটি। মেক্সিকো সিটির একটি অ্যাপার্টমেন্ট ভবনের ১৩ তলায় বসবাসকারী ৪৭ বছর বয়সী অফিস কর্মী কারেন গোমেজ এএফপিকে বলেন, রাস্তার সাইরেনের শব্দে তিনি ঘুম থেকে জাগিয়ে তোলেন। "আমি আতঙ্কে ঘুম থেকে উঠেছিলাম। আমার মোবাইলের সতর্কতায় বলা হয়েছিল যে এটি একটি শক্তিশালী ভূমিকম্প।" ১০ তলার একটি অ্যাপার্টমেন্টে বসবাসকারী ৫৭ বছর বয়সী কিন্ডারগার্টেন পরিচালক নর্মা ওর্তেগা বলেন, তিনি তার ভবনের কম্পন অনুভব করতে পারছেন।






















