Satya Nadella Son Death: পুত্রহারা সত্য নাদেলা, সময়ের অনেক আগেই লড়াই থামল জইন নাদেলার
Son of CEO Satya Nadella: সংস্থার তরফে একটি ইমেল বার্তা পাঠানো হয়েছে। সেখানে জানান হয়েছে জইনের মৃত্যু সংবাদ।
নয়া দিল্লি: অবশেষে থামল এক সুদীর্ঘ লড়াইয়ের। প্রায় ২৬ বছর ধরে শারীরিক এই যুদ্ধ থামল। মাইক্রোসফট কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সত্য নাদেলা ও তার স্ত্রী অনুর ছেলে জইন নাদেলার মৃত্যুর খবর জানাল মাইক্রোসফট। জন্ম থেকেই সেরিব্রাল পলসিতে আক্রান্ত ছিলেন সত্য নাদেলা-পুত্র। দীর্ঘদিন ধরেই চিকিৎসা চলছিল তাঁর।
সংস্থার তরফে একটি ইমেল বার্তা পাঠানো হয়েছে। সেখানে জানান হয়েছে জইনের মৃত্যু সংবাদ। এই পরিস্থিতিতে সকলকে পরিবারের পাশে দাঁড়াতে বলা হয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালে মাইক্রোসফট সিইও পদে আসীন হন সত্য নাদেলা। সেই সময় থেকেই নতুন করে উত্থান ঘটে মাইক্রোসফটের। জইনকে নিয়ে কাটানো সময় এবং কীভাবে তাঁকে জীবনে এগিয়ে নিয়ে চলেছেন সেই সব কথা নানা সাক্ষাৎকারেও জানিয়েছিলেন তিনি।
জইন শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জইনের মৃত্যুর পর, হাসপাতালের সিইও, জেফ স্পারিং বোর্ডের কাছে একটি বার্তায় বলেছিলেন, জইনকে তার সঙ্গীত পছন্দের জন্য স্মরণ করা হবে।"