এক্সপ্লোর
Advertisement
বেঙ্গালুরুতে মারা গিয়েছেন বাঙালি অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়, জড়িয়েছিলেন একাধিক বিতর্কে
মিষ্টি এক সময় পর্নো সিডি সরবরাহ সংক্রান্ত বিতর্কে জড়িয়েছিলেন। দেখে নিন, কী হয়েছিল।
বেঙ্গালুরু: শুক্রবার কিডনি ফেলিওরে মারা গিয়েছেন অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়। তাঁর আত্মীয়রা এক বিবৃতিতে জানিয়েছেন, কিটো ডায়েট করা শুরু করেছিলেন তিনি, এর ফলে কিডনি ফেলিওর হয়। কিন্তু মিষ্টি এক সময় পর্নো সিডি সরবরাহ সংক্রান্ত বিতর্কে জড়িয়েছিলেন। দেখে নিন, কী হয়েছিল।
মিষ্টির বাবা মা ও ভাই রয়েছেন। কিছু সিনেমা ও মিউজিক ভিডিওয় কাজ করেছেন তিনি। সিনেমা সংক্রান্ত খবর ছাড়াও ২০১৪ সালে তাঁর ও তাঁর পরিবারের নাম জড়ায় পর্নো সিডি সরবরাহ সংক্রান্ত একটি বিতর্কে। তাঁর ভাই ও বাবার বিরুদ্ধে অশ্লীল বস্তুর বিক্রির দায়ে ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারায় অভিযুক্ত করা হয়। এছাড়া আনা হয় তথ্য প্রযুক্তি আইনের ৬৬ (এ), ৬৭ (এ), ৬৭ (বি) ধারা। তবে তাঁরা পরে জামিন পেয়ে যান।
যদিও মিষ্টি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেছিলেন, বাড়ির পরিচারিকারা তাঁদের বদনাম করার চেষ্টা করছে। ২ জানুয়ারি তাঁরা গোয়া থেকে ফিরেছিলেন, এসে দেখেন, বাড়িময় জিনিসপত্র ছড়ানো। লকার খুলে দেখেন, নগদ টাকা ও গয়না মিলিয়ে ১ লাখের মত জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ফুটেজ পুরো ফাঁকা, ক্যামেরায় কিছু রেকর্ড হয়নি। তিনি বলেন, ৪ জন পরিচারিকাকে তাঁরা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন কিন্তু তারা সব কিছু অস্বীকার করে। মুম্বইয়ে কোনও পর্নো সিডি কাউকে বিক্রি করেননি তাঁরা। এ ধরনের কোনও ঘটনায় যুক্ত নন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ক্রিকেট
জেলার
Advertisement