এক্সপ্লোর
Advertisement
ইনি মডেল, মিস ইন্ডিয়া ফাইনালিস্ট- এবার হতে চলেছেন আইএএস-ও
ঐশ্বর্যর বাবা কর্নেল অজয় কুমার করিমনগরে এনসিসি তেলেঙ্গানা ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার ছিলেন। তাঁকে দেখেই দেশের সেবামূলক চাকরি করার অনুপ্রেরণা পান তিনি।
নয়াদিল্লি: প্রাক্তন মিস ইন্ডিয়া ফাইনালিস্ট তথা মডেল ঐশ্বর্য শিওরান আরও একবার সফল। তবে এবার গ্ল্যামার দুনিয়ায় নয়। একটি স্বপ্নের চাকরির পথে এগিয়ে গেলেন তিনি। ইউপিএসসি সিভিল সার্ভিস ২০১৯-এ ৯৩-তম স্থান পেয়েছেন তিনি।
ঐশ্বর্য বলেন, ‘আমার মা ঐশ্বর্য রাইকে দেখেই আমার নাম ঐশ্বর্য রাখেন। মা চেয়েছিলেন আমি মিস ইন্ডিয়া হই। সফল হতে না পারলেও আমি মিস ইন্ডিয়ার চূড়ান্ত বাছাই ২১ জন ফাইনালিস্টের মধ্যে ছিলাম। তবে আমি বরাবরই সিভিল সার্ভেন্ট হতে চেয়েছি। আইএএস অফিসার হতে চলেছি এটা আমার স্বপ্নপূরণ বলা যায়।‘
বিউটি প্যাজেন্ট দিল্লি টাইমস ফ্রেশ ফেসের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন ঐশ্বর্য। ক্রমে মডেলিং শুরু করেন। যোগ দেন মিস ইন্ডিয়া প্রতিযোগিতায। তবে পড়াশোনায় বরাবরই তিনি ভাল। স্কুলে, পরে কলেজে ভাল রেজাল্ট করেছেন কোনও গৃহশিক্ষক ছাড়াই। শ্রীরাম কলেজ অফ কমার্সের ছাত্রী ছিলেন। ফ্যাশন মডেলিং, পড়াশোনার মধ্যে সময়ের ভারসাম্য রাখতেন কেমন করে? ঐশ্বর্য বলেন, আমি ফোন সুইচ অফ রাখতাম। সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতাম না।
ঐশ্বর্যর বাবা কর্নেল অজয় কুমার করিমনগরে এনসিসি তেলেঙ্গানা ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার ছিলেন। তাঁকে দেখেই দেশের সেবামূলক চাকরি করার অনুপ্রেরণা পান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement