Wedding Video: বিয়েতে কোটি টাকা ভর্তি সুটকেস, বিলাসবহুল গাড়ি, পুরোহিতকে ১১ লক্ষ দান! 'এত পয়সা কীভাবে'? প্রশ্ন নেটিজেনদের
Viral Video of Wedding: মিরাটের একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে কোটি টাকার 'খেলা' নিয়ে।
নয়া দিল্লি: বিয়ের মরসুমে বিয়ের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। কখনও বিয়ের রীতিনীতিতে বদল, কখনও বিয়ের সময় মালাবদলে গন্ডগোলের ভিডিও ভাইরাল, নানা ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে 'কোটি কোটি টাকার' ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।
মিরাটের একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে কোটি টাকার 'খেলা' নিয়ে। বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কোটি টাকার লেনদেন চলছে ভিডিওজুড়ে। যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কনের পরিবার বরের কাছে নগদ আড়াই কোটি টাকা তুলে দিচ্ছে। বরের 'জুতো চুরি'র মতো মজার কাজেও হিসেবে বউ-এর বোনদের ১১ লক্ষ টাকা উপহার দেওয়া হচ্ছে। একটি ভারতীয় বিবাহের একটি প্রথাগত প্রথা যেখানে কনের আত্মীয়রা বরের জুতো নিয়ে যায়। একইভাবে, নিকাহ অনুষ্ঠান পরিচালনাকারী মওলানা (মুসলিম পণ্ডিত)কে ১১ লক্ষ টাকা এবং স্থানীয় মসজিদকে 8 লক্ষ টাকা উপহার দেওয়া হয়েছে।
आज मुसलमान कहता हैं कि उनके हालात ऐसे क्यों है?
— Aarzoo (@aarzoo31054) December 2, 2024
Up:#मेरठ के NH रिसोर्ट में एक शाही निकाह संपन्न हुआ,जिसमें ₹2.56 करोड़ दूल्हे को, ₹11 लाख जूता चुराई,₹11 लाख निकाह पढ़ाई, ₹8 लाख मस्जिद को…
अफ़सोस ग़रीब बेटियां यही सब रिवाज कि वजह से बैठी रह जातीं हैं।😢#islam #muslim #nikaah pic.twitter.com/t5SepBcEM9
যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
আরও পড়ুন, 'সরকারি চাকরি করা পাত্রই চাই', বিয়ের মঞ্চে বসেই লাখপতি ইঞ্জিনিয়ারকে বাড়ি ফেরালেন কনে!
শুধু তাই নয়, একজন ব্যক্তিকে ঘোষণা করতে দেখা গেছে যে "গাড়িটি কেনার জন্য নগদ ৭৫ লাখ টাকা দেওয়া হচ্ছে।" এর পরে, কনের পক্ষ বরের পক্ষকে একটি টাকা ভর্তি স্যুটকেস দেওয়া হয়। এমনকী মসজিদে বিয়ে উপলক্ষে ৮ লক্ষ টাকা দান করা হয়।
যদিও এই ভিডিওটি লুকিয়ে করা হয়েছিল বলেই মনে করা হচ্ছে। কারণ যখনই সকলের নজরে আসে ভিডিও হচ্ছে তখন বন্ধ করার কথা বলা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে