Migrant Worker: লকডাউনের ৪ সপ্তাহে দিল্লি ছেড়ে চলে গিয়েছেন ৮ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক
more than 8 Lakh Migrant labour Left Delhi In 4 Weeks Of Lockdown
নয়াদিল্লি: লকডাউনের ৪ সপ্তাহের মধ্যেই প্রায় ৮ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক দিল্লি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। এমনটাই জানানো হয়েছে দিল্লি পরিবহণ সংস্থার একটি রিপোর্টে। হিসেব বলছে, ১৯ থেকে ১৪ মে পর্যন্ত সব মিলিয়ে ৮,০৭,০৩২ জন পরিযায়ী শ্রমিক দিল্লি ছেড়ে নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন।
এদের মধ্যে লকডাউনের প্রথম সপ্তাহেই দিল্লি ছেড়েছেন ৩,৭৯,৬০৪ জন শ্রমিক। এরপর দ্বিতীয় সপ্তাহে দিল্লি ছেড়েছেন ২,১২,৪৪৮ জন পরিযায়ী। তৃতীয় সপ্তাহে দিল্লি ছেড়ে চলেগিয়েছেন ১,২২,৪৯০ জন এবং চতুর্থ সপ্তাহে দিল্লি ছেড়েছেন ৯২,৪৯০ জন পরিযায়ী শ্রমিক।
সরকারি এই রিপোর্টে বলা হয়েছে, অন্যান্য রাজ্যের সঙ্গে সমন্বয করে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারি বাসে দিল্লি ছেড়ে যাওয়া শ্রমিকদের বড় অংশই উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বাসিন্দা। দিল্লি পরিবহণ সংস্থা জানিয়েছে, ওই ২ রাজ্যের সরকারের সঙ্গে সমন্বয় রেখেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো হয়েছে।
তা ছাড়া হরিয়ানা, রাজস্থানের মতো পার্শ্ববর্তী রাজ্যগুলির বাসিন্দারাও রয়েছেন এই তালিকায়। ট্রেনে চড়ে দিল্লি ছেড়ে যাওয়া দূরবর্তী রাজ্যগুলির পরিযায়ী শ্রমিকদের ধরলে সংখ্যাটি অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, প্রথমে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করলেও পরবর্তী সময় ধাপে ধাপে তার মেয়াদ বাড়িয়েছে দিল্লি সরকার। আর এর মাঝেই নিজের নিজের জায়গায় ফিরে গিয়েছেন পরিযায়ী শ্রমিকরা।
উল্লেখ্য গত ১৯ এপ্রিল দিল্লিতে লকডাউন ঘোষণার পরেই পরিযায়ী শ্রমিকদের কাছে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। হাত জোড় করে তিনি পরিযায়ী শ্রমিকদের দিল্লি ছেড়ে না যেতে অনুরোধ করেন। তাঁদের প্রয়োজনীয় সাহায্যের আশ্বাসও দেন। কিন্তু ১৯ এপ্রিল থেকে ১৪ মে-র মধ্যে সরকারি বাসেই অন্তত ৮ লক্ষ ৭ হাজার ৩২ জন শ্রমিক দিল্লি ছেড়েছেন বলে তাঁর সরকারেরই রিপোর্টে জানানো হয়েছে।
উল্লেখ্য, দিল্লিতে চলছে লকডাউন। বেলাগাম সংক্রমণ সামাল দিতেই বারবার লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেয় কেজরিওয়াল সরকার। সেখানে কোভিড পরিস্থিতি অনেকটাই বাগে আনা সম্ভব হয়েছে বলে প্রশাসন সূত্র খবর।