এক্সপ্লোর
Holding Sneeze Punctures Windpipe: নাকে চিমটি কেটে হাঁচি আটকানোর চেষ্টা, মারাত্মক ফল ভুগতে হল যুবককে, সতর্ক করছেন চিকিৎসকরা
Medical Science: আমাদের অনেকেরই এই অভ্যাস রয়েছে, যা ভয়ঙ্কর বিপদ ডেকে আনেত পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/9

নাকে চিমটি কেটে হাঁচি আটকাতে গিয়েছিলেন। কিন্তু তাতে হিতে বিপরীত হয়। শ্বাসনালিই ছিঁড়ে যায় এক যুবকের।
2/9

বছর দুয়েক আগে ব্রিটেনের নাইনওয়েলস হাসপাতাল ডান্ডি থেকে এই ঘটনা সামনে আসে। চিকিৎসা বিজ্ঞানের জগতে সেটি একটি বিরল ঘটনা হিসেবে রয়ে গিয়েছে। হাঁচি আটকানো নিয়ে তাই সতর্ক করে চলেছেন চিকিৎসকরা।
Published at : 22 May 2025 09:01 AM (IST)
আরও দেখুন






















