এক্সপ্লোর
Mizoram Literacy Rate: সম্পূর্ণভাবে সাক্ষর রাজ্য হল মিজোরাম, দেশের মধ্যে এই প্রথম, অসামান্য কৃতিত্ব
Literacy Rate: মুকুটে নয়া ফালক মিজোরামের। -ফাইল চিত্র।
-ফাইল চিত্র।
1/10

দেশের উত্তর-পূর্বে প্রান্তে অবস্থিত। অসম-মেঘালয় যাও বা আলোচনায় উঠে আসে, মিজোরাম থেকে যায় উপেক্ষিতই। কিন্তু সেই মিজোরামই এবার অনন্য নজির স্থাপন করল।
2/10

দেশের প্রথম সম্পূর্ণ ভাবে সাক্ষর রাজ্য হিসেবে উঠে এল মিজোরাম। মঙ্গলবার মিজোরামকে দেশের প্রথম সম্পূর্ণ ভাবে সাক্ষর রাজ্য় ঘোষণা করেছে কেন্দ্র।
3/10

কেন্দ্রীয় সরকারের Understanding Lifelong Learning for All in Society (ULLAS) প্রকল্পের আওতায় দেশের প্রথম সম্পূর্ণ ভাবে সাক্ষর রাজ্যের তকমা পেয়েছে মিজোরাম। সম্পূর্ণ ভাবে সাক্ষর অর্থাৎ, রাজ্যের প্রত্যেক নাগরিক লিখতে ও পড়তে পারেন।
4/10

আইজলে মিজোরাম ইউনিভার্সিটিতে আয়োজিত একটি অনুষ্ঠানে মঙ্গলবার সকলকে এই সুখবর জানান মুখ্যমন্ত্রী লাডুহোমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধরি এবং মিজোরামের শিক্ষামন্ত্রী ভানলালথলানা।
5/10

কেন্দ্রের ULLAS প্রকল্পের আওতায় সাক্ষরতার হার কমপক্ষে ৯৫ শতাংশ হতে হলেই পূর্ণ সাক্ষরতার শিরোপা মিলবে বলে বেঁধে দেওয়া হয়েছে। সেখানে মিজোরামে সাক্ষরতার হার ৯৮.২ শতাংশ। অর্থাৎ দেশের প্রথম সম্পূর্ণ ভাবে সাক্ষর রাজ্য বিবেচিত হল মিজোরাম।
6/10

মঙ্গলবার ঘোষণা করতে গিয়ে লাডুহোমা বলেন, “আমাদের রাজ্যের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। আগামী কয়েক প্রজন্ম এই দিনটি মনে রাখবে। ১৬৯২ জন একসময় শিক্ষার সুযোগ না পেলেও, ইচ্ছেশক্তিতে ভর করে প্রতিবন্ধকতা কাটিয়ে উঠেছেন।”
7/10

কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত বলেন, “আজকের দিনটি শুধুমাত্র মিজোরামের জন্য নয়, গোটা দেশের জন্য গর্বের।”
8/10

মিজোরামের এই সাফল্য অর্জনে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। State Centre for Literacy (SCERT) গড়ে তোলা হয় সেখানে। মিজো ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয় যেমন, ইংরেজি শিক্ষার ব্যবস্থাও করা হয়।
9/10

স্বেচ্ছাসেবক হিসেবে প্রকল্পে যোগ দেন শিক্ষক-শিক্ষিকা, কলেজ পড়ুয়া, শিক্ষিত মানুষজন। অক্ষরজ্ঞান নেই রাজ্যের এমন ৩০২৬ জন নাগরিককে চিহ্নিত করা হয়, যাঁদের মধ্যে ১৬৯২ জন শিখতে-পড়তে আগ্রহ দেখান।
10/10

এর আগে, ২০১১ সালে যে আদমশুমারি হয়, তার নিরিখে কেরলই সাক্ষরতার হারে সবচেয়ে এগিয়ে ছিল, ৯৪ শতাংশ। ৯২.২৮ শতাংশ সাক্ষরতার হার ছিল লক্ষদ্বীপে। তারা দ্বিতীয় স্থানে পেয়েছিল। তৃতীয় স্থানে ছিল মাত্র ১১ লক্ষ জনসংখ্য়ার রাজ্য মিজোরাম। সেই সময় রাজ্যে সাক্ষরতার হার ছিল ৯১.৩৩ শতাংশ, যা বেড়ে ৯৮.২ শতাংশ হল।
Published at : 21 May 2025 07:29 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























