Pahalgam attack: পহেলগাঁওকাণ্ডের একমাস পার, এখনও আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি বৈসরন উপত্যকা
ABP Ananda LIVE : ঠিক এক মাস আগে ঘটে গিয়েছে পহেলগাঁওয়ের হাড়হিম করা হামলার ঘটনা I এখনও আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি বৈসরন উপত্যকা I থমথমে পহেলগাঁও, সেই ছবি তুলে ধরল এবিপি আনন্দ
টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডেই কাটা গ্যাসের রমরমা
ফ্ল্যাটে বিস্ফোরণের পর টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডেই কাটা গ্যাসের রমরমা। বিটি রোডজুড়ে অবাধে চলছে বেআইনি কারবার।ঠাসাঠাসি করে রাখা গ্যাস সিলিন্ডার। টিটাগড় বাজারে বিটি রোডের ওপর একের পর এক গ্যাস রিফিলিং সেন্টার। সেখানে অটোতে কাটা গ্যাস ভরা হচ্ছে। ক্যামেরা দেখে বন্ধ করে দেওয়া হয় অটোতে গ্যাস রিফিলিং। ঘন জনবসতিপূর্ণ এলাকায় যে কোনও মুহূর্তে বড়সড় বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। প্রশ্ন উঠছএ, পুলিশ-প্রশাসনের নাকের ডগায় কীভাবে কাটা গ্যাসের কারবার চলছে? পুরসভার নজরদারি কোথায়? টিটাগড় পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি। সোমবার টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডেই একটি ফ্ল্যাটে মজুত বোমা ফেটে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় গ্রেফতার হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল।

















