এক্সপ্লোর
Advertisement
কোভিড-১৯ এ মারা গেলেন রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি, ‘ব্য়তিক্রমী কার্যকর্তা’, ট্যুইট প্রধানমন্ত্রীর
অঙ্গাদিকে নিয়ে কর্নাটক থেকে দুজন বিজেপির সাংসদ কোভিড-১৯ সংক্রমণে মারা গেলেন। গত সপ্তাহেই মৃত্যু হয়েছে দলের সাংসদ অশোক গাস্তির।
নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস সংক্রমণের বলি রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি। তিনিই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের প্রথম মন্ত্রী যিনি কোভিড-১৯ এ মারা গেলেন। গত ১১ সেপ্টেম্বর তিনি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হন, প্রাথমিকভাবে তিনি উপসর্গহীন ছিলেন, নিজেই জানিয়েছিলেন, ভাল আছেন। কিন্তু পরে তাঁকে এইমসের ট্রমা সেন্টারের কোভিড-১৯ চিকিত্সার জন্য তৈরি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
Shri Suresh Angadi was an exceptional Karyakarta, who worked hard to make the Party strong in Karnataka. He was a dedicated MP and effective Minister, admired across the spectrum. His demise is saddening. My thoughts are with his family and friends in this sad hour. Om Shanti. pic.twitter.com/2QDHQe0Pmj
— Narendra Modi (@narendramodi) September 23, 2020
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অঙ্গাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর ছবি পোস্ট করে ট্যুইটে লিখেছেন, শ্রী সুরেশ অঙ্গাদি ছিলেন এক ব্য়তিক্রমী কার্যকর্তা যিনি কর্নাটকে দলকে শক্তিশালী করতে কঠিন পরিশ্রম করেছেন। দলমতের ঊর্ধ্বে সবাই শ্রদ্ধা করতেন, ভালবাসতেন তাঁকে। একজন দায়বদ্ধ সাংসদ, কর্মঠ মন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যুটা বিষাদ, দুঃখের। এই দুঃখের সময় আমার সহানুভূতি, অনুভব জানাই তাঁর পরিবার, বন্ধুবান্ধবদের। ওম শান্তি। কর্নাটকের বিজেপি এমপি রাজীব চন্দ্রশেখরও ট্যুইট করেছেন, কর্নাটকের বিজেপি নেতা ও মন্ত্রী সুরেশ অঙ্গাদির মৃত্যুর ট্র্যাজিক, ভয়াবহ দুঃখের খবর পেলাম। দলের নেত্রী শোভা করন্দলাজে ট্যুইট করে এটা তাঁর ব্যক্তিগত ক্ষতি বলে উল্লেখ করেছেন।
অঙ্গাদিকে নিয়ে কর্নাটক থেকে দুজন বিজেপির সাংসদ কোভিড-১৯ সংক্রমণে মারা গেলেন। গত সপ্তাহেই মৃত্যু হয়েছে দলের সাংসদ অশোক গাস্তির।
অঙ্গাদি কর্নাটকের বেলাগাভি কেন্দ্রের সাংসদ। ২০০৪, ২০১৪, ২০১৯, তিনবার তিনি জিতেছেন ওখান থেকে।
অঙ্গাদি রেখে গেলেন স্ত্রী, দুই মেয়েকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement