Zohran Mamdani: কোনও ‘খান’কে চাপিয়ে দেওয়া যাবে না, ‘ভোট জিহাদ’ চলবে না, নিউ ইয়র্কে জ়োহরান জিততেই বিতর্কিত পোস্ট মুম্বইয়ের BJP নেতার
Ameet Satam: বাণিজ্যনগরী মুম্বইতেও পৌরসভা নির্বাচন হতে চলেছে শীঘ্রই।

মুম্বই: আমেরিকায় ইতিহাস রচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত জ়োহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে, প্রথম দক্ষিণ-এশীয়, প্রথম মুসলিম এবং এক শতকের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। পৃথিবীর সর্বত্র আমজনতা তাঁর এই সাফল্য উদযাপন করলেও, জ়োহরানের জয়ে আসন্তোষ প্রকাশ করলেন মুম্বইয়ের বিজেপি সভাপতি অমীত সাটম। শুধু তাই নয়, তাঁর দাবি, মুম্বইয়ে ‘ভোট জিহাদ’ চলবে না বলে মন্তব্য করলেন তিনি। (Ameet Satam)
বাণিজ্যনগরী মুম্বইতেও পৌরসভা নির্বাচন হতে চলেছে শীঘ্রই। সেই আবহেই নিউ ইয়র্কে জ়োহরানের জয় নিয়ে মুখ খুলেছেন অমীত। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘কিছু আন্তর্জাতিক শহরের রং বদলাচ্ছে। কিছু মেয়রের পদবী দেখে, মহা বিকাশ আঘাডির ভোট জিহাদ দেখাে, মুম্বই নিয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা অনভূত হচ্ছে। মুম্বইয়ে কোনও ‘খান’কে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে, তা বরদাস্ত করা হবে না। মুম্বইবাসী, জেগে উঠুন…’! (Zohran Mamdani)
ज्या प्रकारे काही आंतरराष्ट्रीय शहरांचा रंग बदलतोय, काही महापौरांची आडनावं पाहिली आणि महाविकास आघाडीचा व्होट जिहाद बघितला, तर मुंबई संदर्भात सावध राहण्याची आवश्यकता वाटते..!
— Ameet Satam (@AmeetSatam) November 5, 2025
मुंबई वर जर कोणी 'खान' लादण्याचा प्रयत्न केला, तर सहन केला जाणार नाही!
जागो मुंबईकर..!
অমিত অন্ধেরী ওয়েস্টের বিধায়কও। তাঁর দাবি, নিউ ইয়র্কের মতো মুম্বই শহরেও বিশেষ ধারার রাজনীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যদিও তার সাপেক্ষে কোনও তথ্য-প্রমাণ পেশ করেননি তিনি। ফলে তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। বিরোধী শিবিরের রাজনীতিকরা তো বটেই, সাধারণ মানুষও তাঁর সমালোচনা করেছেন। জ়োহরান ঘোষিত ভাবেই নরেন্দ্র মোদির সমালোচক। তাই আমীত এমন মন্তব্য করছেন বলেও মনে করছেন কেউ কেউ।
মুম্বইয়ে জ়োহরানের জয়ী হওয়ার খবর সামনে আসতেই কেন এই ধরনের মন্তব্য করলেন অমীত, তা নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে। নির্বাচন এলেই কেন বিভাজনের রাজনীতি করতে হবে, এই প্রশ্নে তাঁকে বিঁধেছেন নেটিজেনদের একাংশ। যে সময় এই মন্তব্য করলেন অমীত, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ২০২২ সাল থেকে বৃহন্মুম্বই পুরসভার নির্বাচন আটকে। সুপ্রিম কোর্ট জানিয়েছে ২০২৬ সালের ৩১ জানুয়ারি নির্বাচন করতে হবে। সেখানে বিজেপি-র সঙ্গে শিবসেনা (উদ্ধব ঠাকরে), NCP (শরদ পওয়ার) এবং কংগ্রেসের মহা বিকাশ আঘাডি জোটের মুখোমুখি লড়াই।
তাই অমীতের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা আনন্দ দুবে বলেন, "অমীত সাটমের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছে বলেই মনে হচ্ছে। পদে আসার পর থেকেই মুম্বইয়ের মেয়র পদ নিয়ে অদ্ভুত মন্তব্য করছেন। ওঁর বোধোদয় হোক।"
তবে এই প্রথম এই ধরনের বিতর্কিত মন্তব্য করলেন না অমীত। গত সেপ্টেম্বর মাসে বিজেপি-র বিজয় সঙ্কল্প মেলবা চলাকালীন, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, কেন্দ্রীয় মন্ত্রী পীযূস গয়ালের উপস্থিতিতেই বলেন, "মুম্বইকে নিরাপদ রাখার লড়াই। বাইরের দেশগুলিতে অনুপ্রবেশ ঘটছে। রং বদলাচ্ছে তাদের। ওই সব শহরের মেয়রদের পদবী দেখুন। মুম্বইকে তেমন দেখতে চাইব আমরা?" লন্ডন-সহ পশ্চিমের একাধিক দেশে অভিবাসী বিরোধী আন্দোলন চলাকালীন ওই মন্তব্য করেন অমীত। লন্ডনের মেয়র, পাকিস্তান বংশোদ্ভূত সাদিক খানকে নিশানা করেই তিনি ওই মন্তব্য করেন বলে জল্পনা শোনা যায় সেই সময়।





















