মুকেশ অম্বানির বাড়ির কাছে সন্দেহজনক গাড়ি, মিলল জিলেটিন স্টিক
তৎক্ষণাত সেখানে পৌঁছয় মুম্বই পুলিশ। বোমা শনাক্তকরণ ও নিষ্পত্তি স্কোয়াড দল সেখান থেকে জিলেটিন স্টিক উদ্ধার করা হয়।
মুম্বই: মুকেশ অম্বানির বাড়ির কাছে সন্দেহজনক গাড়ি। মুম্বইয়ের কার্মিচেল রোডে এদিন একটি সন্দেহজনক গাড়ি দেখে সন্দেহ হয়। তা থেকে বোমাতঙ্ক ছড়ায়। তৎক্ষণাত সেখানে পৌঁছয় মুম্বই পুলিশ। বোমা শনাক্তকরণ ও নিষ্পত্তি স্কোয়াড দল সেখান থেকে জিলেটিন স্টিক উদ্ধার করা হয়।
মুম্বই পুলিশের মুখপাত্র ডিসিপি চৈতন্য এস বলেন, কার্মিচেল রোডে এদিন একটা গাড়ি দেখে সন্দেহ হয়। মুম্বই পুলিশ জানিয়েছে, আজ, বৃহস্পতিবার দক্ষিণ মুম্বইয়ের শিল্পপতি মুকেশ অম্বানির বাড়ির কাছে ওই গাড়ি দেখে সন্দেহ হয় স্থানীয়দের। দেখা যায়, খোলা রয়েছে গাড়ির দরজা। পুলিশ সূত্রে খবর, গামদেবী থানা অঞ্চলে এই ঘটনা ঘটেছে। তৎপর হয় পুলিশ। মুম্বই পুলিশের বোমা শনাক্তকরণ ও নিষ্পত্তি স্কোয়াড দল সেখানে পৌঁছয়।
পুলিশ জানিয়েছে, ওই গাড়ি পরীক্ষা করা হয়। ওই গাড়ির ভেতর থেকে জিলেটিন স্টিকের মতো বিস্ফোরক পদার্থ পাওয়া যায়। প্রাথমিকভাবে অবশ্য পুলিশ জানায়, এটা কোনও মারাত্মক বিস্ফোরক নয়। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি সুরক্ইষার স্বার্থে ইতিমধ্যে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ রাস্তায় তল্লাশি শুরু করেছে।
মুম্বই পুলিশের শীর্ষ আধিকারিক ভিএন পাতিল জানিয়েছেন, ওই জিলেটিন স্টিকের রেজিস্ট্রেশন নম্বর আছে। ওই গাড়ি থেকে একটা চিঠিও উদ্ধার করা হয়েছে। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা তদন্ত শুরু করেছে। এই ঘটনার সত্যতা স্বীকার করেছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি বলেন, “মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা এই ঘটনার তদন্ত শুরু করেছে। যত তাড়াতাড়ি সম্ভব সত্যি সামনে আনা হবে।“