Music Day 2021 Celebration: সঙ্গীত সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত ফেসবুক ইন্ডিয়ার
ফেসবুকের সোশাল ফর গুড তথা কল্যাণের জন্য সামাজিক উদ্যোগ অনুষ্ঠানের আওতায় সিনেমা, ক্লাসিক্যাল, গজ়ল, পপ, ইন্ডিপপ, র্যাপ, হিপ হপ সহ একাধিক ক্ষেত্রে ৮০ জন শিল্পী, গায়ক, সুরকার ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেবেন।
নয়াদিল্লি: সুর, তাল, ছন্দের সমাগম। আজকের দিন শুধুই গানের। আজ বিশ্ব সঙ্গীত দিবস। সঙ্গীত শিল্পী তো বটেই সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিনটি উদযাপন করে থাকেন সঙ্গীত প্রেমীরা। আর এই বিশেষ দিন উপলক্ষ্যে সারা দেশে সপ্তাহভর উদযাপনের সিদ্ধান্ত নিল ফেসবুক।
ফেসবুকের সোশাল ফর গুড তথা কল্যাণের জন্য সামাজিক উদ্যোগ অনুষ্ঠানের আওতায় সিনেমা, ক্লাসিক্যাল, গজ়ল, পপ, ইন্ডিপপ, র্যাপ, হিপ হপ সহ একাধিক ক্ষেত্রে ৮০ জন শিল্পী, গায়ক, সুরকার ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেবেন। ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ জুন থেকে ২৬ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। প্রতিদিন অনুরাগীরা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শুনতে পারবেন প্রতিদিন সন্ধে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। নিজেদের আঞ্চলিক ভাষায় দক্ষিণ ভারতের শিল্পীরা অনুষ্ঠান করবেন বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত।
জানা গিয়েছে, #MoreMusicTogether এর অংশ হিসেবে শিল্পী, সংগীত প্রকাশক এবং বিভিন্ন মিউজিক কোম্পানির সঙ্গে পার্টনারশিপে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ফেসবুক। সঙ্গীত প্রেমীদের পছন্দের গান উপহার দিতেই এই আয়োজন ফেসবুকের। ফেসবুক ইন্ডিয়ার মিডিয়া পার্টনারশিপ ডিরেক্টর পরশ শর্মা বলেন, গত কয়েকমাস ধরে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটা সত্যি খুব আনন্দের যে সবাই একই মঞ্চে এসে একে অন্যের সুখ দুঃখের ভাগিদার হচ্ছে। এই অনুষ্ঠানে একাধিক সঙ্গীত শিল্পী নিজেদের নতুন গান প্রকাশ করবেন এই ভার্চুয়াল অনুষ্ঠানে।
ফেসবুকের স্বাধীন সঙ্গীত শিল্পীরা এই কর্মসূচির আওতায় নতুন শিল্পীরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। একইসঙ্গে ফেসবুক এবং ইনস্টাগ্রামের হাত ধরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে তাঁদের গান। এই বিশেষ অনুষ্ঠানের আগে MoreMusicTogether স্টিকার এনেছে ফেসবুক। সঙ্গীত শিল্পীরা বিভিন্ন রিল চ্যালেঞ্জের অভিজ্ঞতা নিতে পারবেন এই পর্বে। পাশাপাশি বিট ড্যান্স বা Beat Dance ফিল্টারও ব্যবহার করতে পারবেন। এই বিশেষ সপ্তাহে ডিসকভার অন রিলস নামে একটি প্লে লিস্ট আনছে ফেসবুক। যেখানে ইনস্টাগ্রাম রিলের বিখ্যাত কিছু গান থাকবে। ফেসবুক জানিয়েছে, জিও সাওনেও এই রিল শুনতে পারবেন শ্রোতারা।