এক্সপ্লোর
জোড়াবাগানে হোসিয়ারি কারখানা থেকে উদ্ধার বাঁকুড়ার যুবকের রক্তাক্ত দেহ
খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে জোড়াবাগান থানার পুলিশ।

কলকাতা: জোড়াবাগান থানা এলাকার বেনিয়াটোলা স্ট্রিটে বাঁকুড়ার এক যুবকের রক্তাক্ত দেহ পাওয়া গেল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম সিদ্ধার্থ সাহানা। বছর পঁচিশের সিদ্ধার্থের বাড়ি বাঁকুড়ার ইন্দপুরের নিয়ামতপুর গ্রামে। কলকাতার বেনিয়াটোলা স্ট্রিটে একটি হোসিয়ারি কারখানায় কাজ করতেন তিনি। ওই কারখানা থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। গলায় গভীর ক্ষত ছিল। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে জোড়াবাগান থানার পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















