Nasik Car Accident: ৬০০ ফুট নিচে পড়ে গেল গাড়ি, নাসিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত ৬ ! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Nasik Car Accident 6 Dead PM Modi Condolence: নাসিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত ৬ ! শোকপ্রকাশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এবং আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা

নয়াদিল্লি: নাসিকে ভয়াবহ দুর্ঘটনা, ৬০০ ফুট নিচে পড়ে গেল গাড়ি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত ৬। নাসিকের সপ্তশ্রুঙ্গি ঘাটে ৬০০ ফুট নিচে পড়ে গেল গাড়ি, আহত আরও ৭ জন। দুর্ঘটনার পর, 'খুবই দুঃখজনক', বলে শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Deeply saddened by the loss of lives due to a mishap in Nashik, Maharashtra. My thoughts are with those who have lost their loved ones. I pray that the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 7, 2025
আরও পড়ুন, SIR আবহে ফাঁকা হয়ে গেছে একটা এলাকা, দক্ষিণ দমদম পুরসভায় তালাবন্ধ একের পর এক ঝুপড়ি !
পুলিশ সূত্রে খবর, ঘড়ির কাঁটায় তখন চারটে, মর্মান্তিক ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের নাসিকে। খবর পৌঁছতেই পুলিশ এবং জেলা বিপর্যয় কমিটিও পৌঁছে যায়। সুপারিনটেনডেন্ট অব পুলিশ, বালাসাহেব পাটিল উদ্ধারকার্যের সময় উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই মৃতদের সনাক্তকরণ সম্ভব হয়েছে। তাঁদের নাম হল, কীর্তি প্যাটেল ( ৫০), রশিলা প্যাটেল ( ৫০), ভিত্তল প্যাটেল (৬৫), লাটা প্যাটেল (৬০), মনিব্যান প্যাটেল (৭০)।
Maharashtra Chief Minister Devendra Fadnavis tweets, "The incident of 6 devotees losing their lives in an accident where a vehicle fell from Saptashrungi Gad in Nashik district is extremely tragic. I pay my heartfelt tribute to them. We share in the grief of their families.… pic.twitter.com/dZxrXSwf22
— IANS (@ians_india) December 7, 2025
নাসিকে ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি এই ঘটনা শোকপ্রকাশ করেছেন শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং আহতদের জন্য আরোগ্য কামনা করেছেন তিনি।
চলতি বছরে ঘটেছে চলেছে একের পর এক গাড়ি দুর্ঘটনা। তবে সাম্প্রতিককালের মধ্যে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে অন্যতম। সম্প্রতি তেলেঙ্গানায় একটি পথ দুর্ঘটনায়, ২১ জন প্রাণ হারিয়েছিলেন। সাম্প্রতিক কালের মধ্যে রাতের শহরে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী পশ্চিমবঙ্গও। কৈখালিতে লরির চাকায় পিষ্ট হন ১ মহিলা।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম পূজা মণ্ডল, বাড়ি হাতিয়ারা ঝিলবাগানে। রাত ১১টা নাগাদ স্বামী এবং শিশুকে নিয়ে বাড়ির উদ্দেশে আসার সময়ে একটি ১৬ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারে ধাক্কা মারে বলে অভিযোগ। কোনওমতে শিশুকে বাঁচাতে পারলেও, মহিলা চাকার তলায় পড়ে পিষ্ট হয়েছিলেন। ঘটনাস্থলেই মৃত্য়ু হয়েছিল তাঁর।






















