এক্সপ্লোর
Advertisement
১দিনের জন্য পুলিশ অফিসার হল কিডনির অসুখে ভোগা বালিকা
রায়পুর: কিডনির দুরারোগ্য অসুখে ভুগছে ১১ বছরের জন্মান্ধ মেয়েটি। কিন্তু আর পাঁচটা ছোট ছেলেমেয়ের মত তারও ইচ্ছে, বড় হয়ে পুলিশ হবে। হাতে বন্দুক নিয়ে তাড়া করবে চোর ডাকাতদের। রায়পুর পুলিশ তাকেই একদিনের জন্য পুলিশ ইনস্পেক্টরের সম্মান দিয়ে তার ইচ্ছেকে মর্যাদা দিল।
রায়পুর রেঞ্জের পুলিশের আইজি-র অফিসে আজই হাজির হয় সানিয়া সাউ। পরনে পুরোদস্তুর পুলিশি ইউনিফর্ম। মাথাপুরেনা এলাকায় তার বাড়ি থেকে পুলিশের গাড়িই নিয়ে আসে তাকে। সঙ্গে ছিলেন বাবা ভীমলাল সাউ ও মা ডিম্পল।
১৪ তারিখ সানিয়ার জন্মদিন। রায়পুর রেঞ্জের আইজি, এসপি ও অন্যান্য পুলিশ অফিসাররা মিলে পালন করলেন তার আগামী জন্মদিন। কেক কাটা হল, একগাদা উপহারও পেল সে।
প্রতিদিন অন্তত ৬ ঘণ্টা ধরে ডায়ালিসিস চলে সানিয়ার। তারই মধ্যে সে জানায় ইচ্ছের কথা, জন্মদিনে পুলিশের ইউনিফর্ম পরতে চায় সে। তার বাবা দোকানে গিয়ে ইউনিফর্ম কেনার চেষ্টা করেন। কিন্তু দোকানিরা জানান, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া তাঁরা ইউনিফর্ম বিক্রি করবেন না। মরিয়া বাবা যোগাযোগ করেন পুলিশ সুপারের অফিসে। অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করে ছোট্ট মেয়েটির ইচ্ছেপূরণের দায়িত্ব নেন তাঁরা।
কিন্তু জন্মদিনের ৩দিন আগে জন্মদিন পালন কেন? পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, জন্মদিনে মহাসামুন্দ জেলার সরাইপালি এলাকায় নিজের গ্রামের বাড়িতে যেতে চায় সানিয়া। তাই এই দিনটিই তাঁরা বেছে নেন জন্মদিনের উৎসবের জন্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement