এক্সপ্লোর
ফের শিশু ধর্ষণ, সুরাতে ৮ দিন ধরে ধর্ষিত ১১ বছরের মেয়ে, মৃতদেহে ৮০টি আঘাতের চিহ্ন

সুরাত: এবার ঘটনাস্থল গুজরাতের সুরাত। কাঠুয়া, উন্নাওয়ের পর ফের শিশুকামীর লালসার শিকার হয়েছে এক নাবালিকা। ১১ বছরের মেয়েটির শবে ৮০-র বেশি আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে তাকে। সুরাতের পান্ডসেরা এলাকায় সাঁই মোহন সোসাইটির পিছনে ক্রিকেট মাঠের পাশ থেকে উদ্ধার হয়েছে দুর্ভাগা ওই বালিকার শব। ময়নাতদন্তে জানা গিয়েছে, ৮ দিন ধরে ধর্ষণের শিকার হয়েছে সে, ক্ষতবিক্ষত করা হয়েছে সারা শরীর। খুন করা হয়েছে গলা টিপে। কিন্তু তার পরিচয় এখনও জানা যায়নি। জানা যায়নি সে কোথা থেকে এল, কারা তার বাবা মা। তার পরিবারের সন্ধান দিতে পারলে ২০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। যেমন জানা যায়নি, এমন নির্মমভাবে কে মেরে ফেলল তাকে। পুলিশ ধর্ষণ ও হত্যার জেরে পকসো সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। তদন্ত করছে, কে রয়েছে গোটা ঘটনার পিছনে। তাদের আশা, খুব শিগগিরই দোষীর সন্ধান পাবে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















