প্রাক্তন সেনাকর্তার বাড়ি থেকে উদ্ধার ১১৭ কেজি নীলগাইয়ের মাংস, হরিণের মাথা, সিং, হাতির দাঁত, ৪০টি বন্দুক, নগদ
মেরঠ: উত্তরপ্রদেশের মেরঠে প্রাক্তন এক সেনা অফিসারের বাড়িতে ১৭ ঘণ্টা তল্লাশি চালিয়ে ১১৭ কেজি নীলগাইয়ের মাংস, ৫টি হরিণের মাথা, বহু জন্তুর চামড়া, সম্বর, কৃষ্ণসার হরিণ ও অ্যান্টিলোপের শিং, হাতির দাঁত, ৪০টি আগ্নেয়াস্ত্র এবং ১ কোটি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
গতকাল বিকেলে মেরঠের সিভিল লাইন রেসিডেন্স এলাকায় অবসরপ্রাপ্ত কর্ণেল দেবেন্দ্র কুমারের বাড়িতে বন দফতরের সঙ্গে যৌথভাবে তল্লাশি চালায় ডিরেক্টর অফ রেভিনিউ ইনটেলিজেন্সের (ডিআরআই) আধিকারিকরা। প্রায় ভোররাত সাড়ে তিনটে পর্যন্ত তল্লাশি চলে।
ডিআরআই সূত্রে খবর, আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন মামলায় ওই কর্ণেলের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। মুখ্য বনপাল মুকেশ কুমার জানিয়েছেন, ওই কর্ণেলের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে স্থানীয় থানায় মামলা রুজু করা হয়েছে।
জানা গিয়েছে, কুমারের ছেলে প্রশান্ত বিশনোই হলেন একজন জাতীয়স্তরের শ্যুটার। মুখ্য বণপাল মুকেশ কুমার জানান, নীলগাইয়ের মাংস রেফ্রিজারেটরে রাখা ছিল। মাংসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।