এক্সপ্লোর
Advertisement
৯১-র আর্থিক সংস্কার জিএসটির থেকে জরুরি ছিল, বললেন যশবন্ত সিনহা
নয়াদিল্লি: জিএসটির ওপর খুব বেশি ভরসা করছেন না পূর্বতন এনডিএ সরকারের আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকা যশবন্ত সিনহা। এবিপি নিউজের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তাঁর বক্তব্য, বর্তমানে জিএসটি যে অবস্থায় রয়েছে, তার ওপর খুব একটা আস্থা নেই তাঁর, এই কর ব্যবস্থার আরও সংস্কার জরুরি।
যশবন্তের ছেলে জয়ন্ত সিনহা নরেন্দ্র মোদী সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কিন্তু যশবন্ত বর্তমান সরকারের ওপর অসন্তোষ কখনও চাপা দেওয়ার চেষ্টা করেননি। মোদী সরকার যতই জিএসটিকে যুগান্তকারী সংস্কার বলে দাবি করুক, অটলবিহারী বাজপেয়ীর আমলে অর্থমন্ত্রী থাকা যশবন্তের দাবি, ১৯৯১-র সংস্কার অনেক বেশি ঐতিহাসিক। সেই সংস্কার জিএসটির থেকে অনেক জরুরি ছিল।
যশবন্তের দাবি, জিএসটি শুধু অপ্রত্যক্ষ কর ব্যবস্থার সঙ্গে যুক্ত, একে ঐতিহাসিক আর্থিক সংস্কার বলে দাবি করা উচিত হবে না। কারণ আর্থিক সংস্কার অনেক কিছুর সঙ্গে যুক্ত, যার ওপর নিয়মিত কাজ হয়। জিএসটি এই সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ ঠিকই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ নয়।
জিএসটিতে বিভিন্ন জিনিসের ওপর যে করের হার নির্ধারণ করা হয়েছে, তাতে আপত্তি রয়েছে তাঁর। তাঁর কথায়, এই জিএসটি সেই জিএসটি নয়, যা তাঁরা চেয়েছিলেন। তাঁর আমলে তিনি সব করের হার একসঙ্গে জুড়ে তিনটি হার ঠিক করেন। ফলে জিএসটির হার এক বিষয়ে নয়, অন্তত তিনটি বিষয় ধরে নির্ধারিত হয়েছিল। সেই জিএসটি আর এখনকার অভিন্ন কর ব্যবস্থা এক নয়, সেটাই তাঁর আফশোস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement