এক্সপ্লোর
মুম্বই বিস্ফোরণ মামলার রায়কে স্বাগত বিজেপি-র, এবার সাজা হবে দাউদ, মেমনেরও, আশা কংগ্রেসের

নয়াদিল্লি: ১৯৯৩-এর মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের মামলায় দোষীদের সাজা ঘোষণাকে স্বাগত জানাল কংগ্রেস ও বিজেপি। দুই দলই বলেছে, এই ঘটনা আরও একবার দেখিয়ে দিল যে ভারত সন্ত্রাসবাদ দমনে এবং এর চক্রীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর। কংগ্রেস আশা প্রকাশ করে বলেছে যে, এবার ওই নারকীয় হামলার ঘটনায় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও টাইগার মেমনও সাজা পাবে। মুম্বইয়ের টাডা আদালতের সাজা ঘোষণার পর কংগ্রেসের নেতা রণদীপ সুরজেওয়ালা বলেছেন, আবু সালেমের যাবজ্জীবন কারাদণ্ডে ন্যায়বিচারই প্রতিষ্ঠিত হল। ১০৪ জন অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছে। এরপর দাউদ ও মেমনের পালা। তিনি আরও বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাবে ভারত। দীর্ঘদিন ধরে তাড়া করে বেড়ানোর পর ২০০৫-এ ইউপিএ সরকারের আমলে আবু সালেমকে পর্তুগাল থেকে প্রত্যর্পণের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমহা রাও বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোহী সন্ত্রাসবাদকে প্রধান সমস্যা হিসেবে তুলে ধরেছেন। এমন একটি সময়ে এই সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িতদের শাস্তিবিধানে ভারতের দায়বদ্ধতাই প্রতিফলিত হল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















