এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ ২ গরুড় কম্যান্ডো
শ্রীনগর: কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ২ গরুড় কম্যান্ডো। কাশ্মীরে এই প্রথম জঙ্গি হানায় বায়ুসেনার গরুড় কম্যান্ডো প্রাণ হারালেন।
মৃত ২ গরুড়ের নাম সার্জেন্ট মিলিন্দ কিশোর ও কর্পোরাল নীলেশ কুমার। বান্দিপোরার হাজিন এলাকায় ঘটেছে এই সংঘর্ষ।
খতম হয়েছে ২ জঙ্গিও, তাদের মধ্যে একজন পাকিস্তানি।
শহিদ গরুড় মিলিন্দ কিশোর নাসিকের সাকরির বাসিন্দা, নীলেশ কুমার বিহারের ভাগলপুরে থাকতেন। লাইভ সিচুয়েশনাল ট্রেনিংয়ের সময় তাঁদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়।
লাইভ সিচুয়েশনাল ট্রেনিং হল কম্যান্ডোদের জঙ্গিদের মুখোমুখি হওয়ার প্রশিক্ষণ দিতে বাস্তবেই তাঁদের জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এগিয়ে দেওয়া। গত বছর জানুয়ারিতে পাঠানকোট হামলার পর বায়ুসেনা এই প্রশিক্ষণ শুরু করেছে। সেনার ১৩ রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ হাজিনের পারিবল রাখ এলাকা ঘিরে ফেলে, তাদের কাছে খবর ছিল অন্তত ৬ লস্কর ই তৈবা জঙ্গি ওখানে বৈঠক করছে। তাদের থামতে বলায় ওই জঙ্গিরা বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে, গ্রেনেড ছোঁড়ে। তাতে এক গরুড় কম্যান্ডো ঘটনাস্থলেই শহিদ হন, হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুরুতর আহত আর এক কম্যান্ডো।
ঘটনাস্থল থেকে দুটি একে ৪৭ রাইফেল, একটি পিস্তল, গ্রেনেড ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ২ জঙ্গি খতমের পর স্থানীয় মানুষের সঙ্গে বাহিনীর তুমুল সংঘর্ষ হয়। বাহিনীর ওপর পাথর ছোঁড়া শুরু করে এলাকার বাসিন্দারা। তাদের দাবি ছিল, পাক জঙ্গির দেহ শেষকৃত্যের জন্য তাদের হাতে তুলে দিতে হবে। পাথরবাজদের হঠাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement