এক্সপ্লোর
Advertisement
বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, তরুণীর গোপনাঙ্গে পিস্তল, কাঠের টুকরো !
মোতিহারি (বিহার): ফিরে এল নির্ভয়ার স্মৃতি। নৃশংস যৌন অত্যাচারের শিকার বছর ২১-এর এক তরুণী। বন্দুকের নলের মুখে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিহারের মোতিহারির জেলায়। দুষ্কৃতীরা মেয়েটির গোপন অঙ্গে পিস্তল, কাঠের টুকরো ঢোকায় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন এর আগেও মেয়েটিকে হেনস্থা, শ্লীলতাহানি করে। সেই সময় কিছু এমএমএস ক্লিপ তৈরি করে রাখে তারা। তা দেখিয়েই পরবর্তীকালে মেয়েটিকে ব্ল্যাকমেল করা হয়।
তরুণী বিবৃতিতে জানিয়েছেন, বন্দুকের নলের সামনে তাঁকে ধর্ষণ করে দুষ্কৃতীরা। মারধর, যৌন অত্যাচার করে তারা। অভিযুক্তদের পরিবারের লোকজনও মারধর করে বলে অভিযোগ।
মেয়েটির পরিবারের লোকজন থানায় অভিয়োগ জানিয়েছেন। এই মামলায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তাঁরা। মেয়েটির মা জানিয়েছেন, পুলিশ এসে তাঁদের মেয়েকে হাসপাতালে ভর্তি করা ছাড়া আর কিছুই করেনি। অপরাধীদের ধরার ব্যাপারে কিছুই করতে পারেনি তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement