আলওয়ার গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার ৩, সরানো হল এসপি-কে
বুধবার ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। গ্রেফতার হয়েছে ইন্দ্ররাজ গুর্জর, অশোক ও মুকেশ নামের ৩ অভিযু্ক্ত।
আলওয়ার: ২৬ এপ্রিল, রাজস্থানের আলওয়ার জেলার ঘটনা। মোটরবাইকে বাড়ি ফিরছিলেন দম্পতি। থানাগাজি-আলওয়ার বাইপাসে ওই দম্পতিকে থামায় এক দুষ্কৃতি দল। এরপর তাঁদেরকে জোর করে নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয় এবং তারপরই ঘটে সেই নারকীয় ঘটনা। স্বামীর সামনেই ধর্ষিতা হন স্ত্রী। চার জন মিলে ওই মহিলাকে গণধর্ষণ করে এবং দুষ্কৃতি দলের একজন সেই ঘটনা ক্যামরাবন্দি করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। সেই ঘটনায় বুধবার ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। গ্রেফতার হয়েছে ইন্দ্ররাজ গুর্জর, অশোক ও মুকেশ নামের ৩ অভিযু্ক্ত।
গত মাসে আলওয়ার জেলার এই ঘটনার কথা সামনে আসতেই সরগরম হয় রাজস্থানের রাজ্য রাজনীতি। নতুন সরকারকে একেবারে তুলোধনা করে বিজেপি। এরপরই নড়েচরে বসে গেহলতের সরকার। ২ মে ওই ঘটনায় এফআইআর দায়ের হয়। তার সপ্তাহ খানেকের মধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করল রাজস্থানের পুলিশ। বাকি ২ জনের খোঁজ চলছে। উল্লেখ্য, এই ঘটনার জেরে আলওয়ার জেলার এসপি রাজীব পচারকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সরানো হয়েছে থানাগাছি থানার অফিসার সর্দার সিংহকেও। রাজস্থান সরকারের অতিরিক্ত মুখ্য সচিব রাজীব স্বরূপ জানিয়েছেন, “এসপি-কে (রাজীব পচার) সরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন ওয়েটিংয়ে রয়েছেন।”
প্রসঙ্গত, এই ঘটনা সামনে আসার পরই নির্যাতিতাকে ৪ লাখ ১২ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে রাজ্যের কংগ্রেস সরকার। যদিও রাজস্থানের বিজেপি সভাপতি মদন লাল সাইনি অভিযোগ করেছেন, “এমন একটা নিন্দনীয় ঘটনা ঘটল অথচ প্রশাসন ও পুলিশ কোনও কড়া ব্যবস্থাই নিল না।”