এক্সপ্লোর
উদ্ধার কৈলাশ সত্যার্থীর চুরি যাওয়া নোবেলের রেপ্লিকা, গ্রেফতার তিন

নয়াদিল্লি: কৈলাস সত্যার্থীর নোবেলের রেপ্লিকা চুরির কিনারা করল দিল্লি পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজন, সুনীল ও বিনোদ নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে চুরি যাওয়া নোবেলের রেপ্লিকা, শংসাপত্র ও গয়না। গত ৭ ফেব্রুয়ারি দক্ষিণপূর্ব দিল্লির কালকাজি এলাকায় সত্যার্থীর বাড়ি থেকে সেগুলি চুরি গেছিল। সেইসময় বাড়িতে ছিলেন না নোবেলজয়ী। ২০১৪ সালে পাকিস্তানের মালালা ইউসুফঝাইয়ের সঙ্দে যৌথভাবে নোবেল পান সমাজসেবী সত্যার্থী। আসল নোবেলটি রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালায় রাখা রয়েছে। শিশুদের অধিকার রক্ষার জন্য সংগ্রাম সত্যার্থীর। নোবেল রেপ্লিকা ও সংশাপত্রের সঙ্গেই তাঁর স্ত্রীর গয়নাও চুরি গিয়েছিল। সত্যার্থীর স্ত্রীকে তাঁর মা ওই গয়নাগুলি উপহার দিয়েছিলেন। এই সামগ্রীগুলি চুরি যাওয়ার ঘটনায় তিনি ব্যথিত বলে গতকালই জানিয়েছিলেন সত্যার্থী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















