এক্সপ্লোর
দিল্লি থেকে বাগপতে ফেরার পথে ট্রেনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের 'মারে' জখম তিন মৌলবী

বাগপত (উত্তরপ্রদেশ): চলন্ত ট্রেনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে প্রহৃত তিন মৌলবী। অভিযোগ, গতকাল রাতে দিল্লি থেকে যাত্রীবাহী ট্রেনে চেপে বাগপতে নিজেদের গ্রামে ফিরছিলেন তাঁরা। কয়েকজন যুবকের সঙ্গে বচসা হয় তাঁদের। ওই যুবকরা তাঁদের মারধর করে। বাগপতের পুলিশ সুপার জয়প্রকাশ সিংহ জানান, তিন মৌলবী তাঁদের অনুগামীদের নিয়ে আমহাইদা স্টেশনে ট্রেন থেকে নেমে যান, অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে বাগগত কোতোয়ালি থানায় ৬ জন অচেনা ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়। একটি সূত্রের দাবি, গুলজার, ইসরার ও আবরার নামে মৌলবীদের ট্রেন থেকে জোর করে নামিয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গিয়েছে। যদিও তা সঠিক কিনা, জানাতে পারেনি পুলিশ। মামলাটি রেল পুলিশের হাতে হস্তান্তরিত করা হচ্ছে বলে জানিয়েছেন বাগপত কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার বি কুমার। গত জুন মাসেই দিল্লির কাছে ট্রেনে প্রায় ২০ জনের একটি দলের মারে প্রাণ হারায় ১৬ বছরের জুনেইদ খান, জখম হয় তাঁর আত্মীয়রা। জুনেইদ ও বাকিদের তারা 'দেশবিরোধী', 'গোমাংস ভক্ষণকারী' বলে ডাকে। পুলিশের দাবি, বসার আসন পাওয়া নিয়ে বিবাদ খুনের দিকে গড়ায়। এর কয়েক মাসের ব্যবধানে গত রাতের ঘটনাটি সাম্প্রদায়িক বিবাদের জের কিনা, জানা যায়নি। আক্রান্ত তিনজনই একটি মাদ্রাসায় পড়ান। তাঁদের বক্তব্য, রাত ১১টা নাগাদ ট্রেন থেকে গন্তব্যে নামার সময় কামরার ৬ জন লোক বেরনোর পথ বন্ধ করে দিয়ে মারতে শুরু করে। তিনজনেরই গুরুতর আঘাত লেগেছে। বাগপতের হাসপাতালে চিকিত্সা চলছে। ইসরারের দাবি, কেন মারছ, হামলাকারীদের জিজ্ঞাসা করলে একজন বলে, মাথায় কেন রুমাল পরেছ? এমন আগে কখনও হয়নি বলে জানান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















